ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও এক ছাতার নিচে ৪ প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫৯, ৫ ডিসেম্বর ২০১৭

আবারও এক ছাতার নিচে ৪ প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ থেকে ১৬ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক আয়োজক সংস্থা কনফারেন্স এ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিঃ (সেমস্ গ্লোবাল) এক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। প্রদর্শনীগুলো ‘১১তম এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড ট্যুরিজম এক্সপো ২০১৭’, ‘কিডস এ্যান্ড টয়েজ এক্সপো ২০১৭’, ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৭’ এবং ‘বিউটি এ্যান্ড ফিটনেস এক্সপো ২০১৭’। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমস্ গ্লোবালের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তারা জানান, সেখানে ২২০টি স্টলে থাকবে ইলেক্ট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন, গৃহসজ্জা, ফ্যাশন, সেবা, কারু ও হস্তশিল্প ইত্যাদি সামগ্রী। এছাড়াও ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকবে বিশেষ আয়োজন। প্রদশনীগুলো ভোক্তা, উদ্যোক্তা, প্রদর্শক ও দর্শনার্থীদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম। যেখানে যোগাযোগের মাধ্যমে তারা নতুন নতুন পণ্য, প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। এক্ষেত্রে প্রদর্শনীটি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তারা। সরাসরি যোগাযোগের ফলে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি নতুন সম্পর্কের সেতুবন্ধ গড়ে উঠবে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
×