ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মুগদাপাড়ায় স্বামীর হাতে খুন হলেন উদীচী নেত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ৫ ডিসেম্বর ২০১৭

মুগদাপাড়ায় স্বামীর হাতে খুন হলেন উদীচী নেত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদাপাড়ায় স্বামীর হাতে খুন হলেন লুদমিনা আহমেদ লিজা (৩৮) এক উদীচী নেত্রী। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে সোমবার নিহতের স্বামী গ্রেফতারকৃত এসএম সাজ্জাদ খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন বলে জানান মুগদা থানার ওসি মোঃ এনামুল হক। নিহতের পরিবার অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে রবিবার রাতে লিজাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে তার স্বামী সাজ্জাদ। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মুগদা থানার ওসি মোঃ এনামুল হক জনকণ্ঠকে জানান, ঘটনার পর রবিবার রাতেই নিহতের স্বামী সাজ্জাদকে গ্রেফতার করা হয়। সাজ্জাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট থানার কাওলা গ্রামে। তিনি কমলাপুরে বড় হয়েছে। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাজ্জাদ জানায়, পরিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কাচের ভারী বস্তু দিয়ে স্ত্রী লিজা মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফিরেনি। পরে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ওসি জানান, লিজা ও তার স্বামী সাজ্জাদের মধ্যে বনিবনা ছিল না। তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। তারা একে অপরকে সন্দেহ করতেন। এই ধরনের নানা কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। সোমবার গ্রেফতারকৃত সাজ্জাদ স্ত্রী খুনের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক ফরেনসিক বিভাগ সূত্র জানায়, লিজার লাশের হার্ড ও ভিসেরা পরীক্ষা-নিরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
×