ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুশিয়ারার ভাঙ্গনে বিলীন বাড়ি ও ফসলি জমি ॥ ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক কৃষকলীগ নেতা

প্রকাশিত: ০৪:০২, ৫ ডিসেম্বর ২০১৭

কুশিয়ারার ভাঙ্গনে বিলীন বাড়ি ও ফসলি জমি ॥ ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক কৃষকলীগ নেতা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জের রারাইগ্রাম এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও বাড়ি। রবিবার রাতে আকস্মিক এই ভাঙ্গন প্রক্রিয়ায় নদী তীরবর্তী গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রায় ২০ বছর থেকে এই এলাকার নদীভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকাবাসী জানান, ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানালেও কোন প্রতিকার পাচ্ছিনা। আমাদের গ্রামের শতাধিক পরিবার নদীতেই হারিয়ে গেছে। বাংলাদেশের এপার ভেঙ্গে ভারতের ওপারে বিশাল চর গজিয়ে উঠেছে। বাংলাদেশের ভূমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কোন মাথাব্যথা নেই। বর্তমানে যে আকারে ভাঙ্গন দেখা দিয়েছে তা রোধ করা না হলে রারাইগ্রাম ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, বর্ষা মৌসমের পর ভাঙ্গনকবলিত এলাকার একটি তালিকা ঢাকায় প্রেরণ করা হয়েছে। রারাইগ্রামে ব্লকের কাজ করা হবে। কবে নাগাদ কাজ করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনুমানিক আড়াই বছর সময় লাগতে পারে। ফটিকছড়িতে পল্লী চিকিৎসক নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৪ ডিসেম্বর ॥ হাটহাজারী উপজেলার মির্জাপুরে সাইফুল ইসলাম (৩৫) নামে এক পল্লী চিকিৎসক চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার রাত ১টার সময় রোগীর চিকিৎসা করার নামে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে এখনও তার খোঁজ মেলেনি। তিনি ওই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র। এ বিষয়ে তার স্ত্রী শাপলা আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক কৃষকলীগ নেতা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার সন্ধ্যায় মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুবক্কর মালিথাকে ২’শ পিস ইয়াবাসহ নতুনহাট গোলচত্ত্বর থেকে আটক করেছে পুলিশ। এ সময় দুলাল শেখ নামের আরেক মাদক বিক্রেতা আটক হয়েছে। তার বাড়ি নাটোরের বড়াইগ্রামে। জানা গেছে, আবুবক্কর মালিথা দীর্ঘদিন থেকে এ ব্যবসা চালিয়ে আসছিল।
×