ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই ॥ ইনু

প্রকাশিত: ০৫:৩০, ২ ডিসেম্বর ২০১৭

খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ ডিসেম্বর ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বা কোন ব্যক্তিই আইনের উর্ধে নয়। আইন-কানুন ও আদালতের বিধান অনুযায়ী খালেদা জিয়ার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই। তিনি বলেন, আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য ভিন্ন আইন আছে। সুতরাং খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচার কার্যকে বাধাগ্রস্ত করে তাহলে তাদের বিরুদ্ধেও পৃথক মামলা হতে পারে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে বিএনপিকে হয়রানি করা হচ্ছে, মির্জা ফকরুলের এমন অভিযোগ ও রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন। হাসানুল হক ইনু পরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতির জোর দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ কেন্দ্রীয় নেতা আহম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম প্রমুখ।
×