ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তিব্বতে গায়ে আগুন দিয়ে বৌদ্ধ ভিক্ষুর আত্মাহুতি

প্রকাশিত: ০৪:১০, ২ ডিসেম্বর ২০১৭

তিব্বতে গায়ে আগুন দিয়ে বৌদ্ধ ভিক্ষুর আত্মাহুতি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক তিব্বতি বৌদ্ধ ভিক্ষু তিব্বতে বেজিংয়ের শাসনের প্রতিবাদে গায়ে অগ্নিসংযোগ করে আত্মাহুতি দিয়েছেন। এ বছর তাকে নিয়ে আত্মাহুতিদের সংখ্যা ৫ জনে দাঁড়াল। ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর টিকেট (আইসিটি) একথা বলেছে। খবর এএফপির। আইসিটি বলেছে, ৬৩ বছর বয়স্ক জনপ্রিয় বৌদ্ধ ভিক্ষু ও গ্রাম্য শিশুদের স্বেচ্ছাসেবী শিক্ষক তেঙ্গা তিব্বতে সিচুয়ান প্রদেশের স্বায়ত্তশাসিত গাঞ্জি প্রেপেকচারে রবিবার গায়ে অগ্নিসংযোগ করে মারা যান। আইসিটি বলেছে তিব্বতে ২০০৯ সাল থেকে তাকে নিয়ে আত্মাহুতির সংখ্যা ১ শ’ ৫১তে দাঁড়াল। এ বছরের প্রথম দিকে গাঞ্জির আরও ১ জন বাসিন্দা আত্মাহুতি দিয়েছেন। তার নাম ওয়াংচুক সিতেন। কর্তৃপক্ষ এএফপিকে বলেছেন, সাম্প্রতিক আত্মাহুতি ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। লন্ডনভিত্তিক আন্দোলন গ্রুপ ফ্রি টিবেট আত্মাহুতি ঘটনায় উপস্থিত তেঙ্গার এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেছে, তেঙ্গা নিজের গায়ে অগ্নিসংযোগ করতে করতে বলেন, ‘তিব্বতে স্বাধীনতা চাই আমরা’।
×