ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘণ্টায় তিন হাজার পরিবারে বিদ্যুত সরবরাহ

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি চালু করল টেসলা

প্রকাশিত: ০৪:০৯, ২ ডিসেম্বর ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি চালু করল টেসলা

অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে একটি বৈদ্যুতিক গ্রিডের মাধ্যমে বিদ্যুত সরবরাহ শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি। এক শ’ মেগাওয়াটের ব্যাটারিটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা ও বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান টেসলা। শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। তবে স্থানীয় আবহাওয়ায় অতিরিক্ত তাপের কারণে বৃহস্পতিবার থেকেই ব্যাটারি বিদ্যুত উৎপাদন শুরু করে। বৈদ্যুতিক সমস্যার কারণে দক্ষিণ অস্ট্রেলিয়ার সাম্প্রতিক জনজীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। খবর বিবিসি অনলাইনের। এ অবস্থার নিরসনে টেসলা কোম্পানির প্রধান এলন মাস্ক এক শ’ দিনের মধ্যে একটি বড় আকারের ব্যাটারি নির্মাণের অঙ্গীকার করেন। নির্ধারিত দিনের আগেই তিনি তার কাজ সম্পূর্ণ করেছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখ্যমন্ত্রী জে উইদারিল শুক্রবার বলেন, উৎপাদনের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এতে গত বছরের মতো দুঃসহ পরিস্থিতি থেকে এ ব্যাটারি আমাদের সুরক্ষা দিতে পারবে। তখন বিদ্যুত সঙ্কটের কারণে পুরো দক্ষিণ অস্ট্রেলিয়ার অন্ধকারে ঢেকে গেছিল। এলন মাস্ক বলেন, পরবর্তীতে যে সব বড় ব্যাটারি নির্মিত হবে, সেটির তুলনায় এটি তিনগুণ বেশি বিদ্যুত উৎপাদন করতে পারবে। গত বছর টুইটারে এলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিদ্যুত সঙ্কট সমাধানে সহায়তার বিষয়ে তিনি আগ্রহী কি-না। জবাবে এলন মাস্ক বলেন, তিনি ওই অঞ্চলের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটারি নির্মাণ করতে যাচ্ছেন। যদি এক শ’ দিনের মধ্যে তিনি ব্যাটারি নির্মাণে ব্যর্থ হন, তবে সেটি ওই অঞ্চলকে বিনা পয়সায় দিয়ে দিবেন। স্থানীয় সরকার ও নীতিনির্ধারকরা পরিকল্পনা অনুমোদনের পর ৩০ সেপ্টেম্বর থেকে ক্ষণ গণনা শুরু হয়। টেসলা ষাট দিনের মধ্যেই ব্যাটারি নির্মাণের কাজ শেষ করে। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী এ্যাডিলেড থেকে দুই শ’ কিলোমিটার দূরে জেমসটাউনে ওই ব্যাটারি স্থাপন করা হয়েছে। ফরাসি জ্বালানি কোম্পানি নিওন পরিচালিত একটি উইন্ড ফার্মের সঙ্গে ব্যাটারিটির সংযোগ দেয়া হয় যখন এটি পূর্ণ চার্জ হয়ে যাবে, তখন এক ঘণ্টার জন্য তিন হাজার বাড়িতে বিদ্যুত সরবরাহ করতে পারবে। এই ব্যাটারি মূলত ওই অঞ্চলে বর্তমানে যে বৈদ্যুতিক সরবরাহ আছে, সেটাকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে। গ্রিড পদ্ধতিতে ব্যাটারিটি গঠন করা হয়েছে।
×