ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএমই খাতে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রয়োগ বাড়াতে হবে

প্রকাশিত: ০৪:১৭, ১ ডিসেম্বর ২০১৭

এসএমই খাতে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রয়োগ বাড়াতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন বিশ্ববাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াতে এসএমই শিল্প খাতে নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শিল্পমন্ত্রী বৃহস্পতিবার ভারতে ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ওয়ার্ল্ড এ্যাসোসিয়েশন ফর স্মল এ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী এম. ভেঙ্কাইয়া নাইডু। এতে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং, বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু, মরিশাসের বাণিজ্য, শিল্প ও সমবায়মন্ত্রী সোমিলদূত ভোলা বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বায়নের প্রেক্ষাপটে এখন গোটা পৃথিবীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এসএমই খাতে নতুন উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রয়োগ বাড়াতে হবে। এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গবেষণা জোরদার করতে হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী নেতা, উর্ধতন সরকারী কর্মকর্তা, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ব্যাংকার, শিক্ষাবিদ, থিংকট্যাংক, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের সাইড লাইনে আমির হোসেন আমু মরিশাসের বাণিজ্য, শিল্প ও সমবায়মন্ত্রী সোমিলদূত ভোলার সঙ্গে দ্বিপীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্প খাতে যৌথ বিনিয়োগ, এসএমই খাতে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়।
×