ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর সেনানিবাসে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৪:০১, ১ ডিসেম্বর ২০১৭

সৈয়দপুর সেনানিবাসে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এ্যান্ড স্কুলের ২০১৭-২ রিক্রুট ব্যাচের এক বছর মেয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সৈয়দপুর সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। ইএমই কোরে প্রশিক্ষণপ্রাপ্ত নতুন যোগদানকারীদের মধ্যে (রিক্রুট) ৪৩৭ পুরুষ ও ১৪ নারীসহ ৪৫১ জন সেনা সদস্য কুচকাওয়াজে অংশগ্রহণ ও শপথগ্রহণ করেন। ১৭-২ ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করে দুইজন। এরা হলেন মিজানুর রহমান ও মারুফ বিল্লাহ। তাদের হাতে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশন রংপুরের এরিয়া কমান্ডার ভারপ্রাপ্ত (জিওসি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিন আকবর এবং সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার উপস্থিত ছিলেন। ঘাটাইলে আর্মি মেডিক্যাল কোর নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার এ্যান্ড স্কুলের রিক্রুট ব্যাচ-২০১৭ এর শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক। তিনি বলেন, সবাইকে দেশের জন্য সজাগ থাকতে হবে। যখন যাকে যেখানে যেতে বলা হবে তাৎক্ষণিকভাবে তাকে সেখানে যেতে হবে। দেশের জন্য প্রাণ দিতে সদাপ্রস্তুত থাকতে হবে। এর আগে তিনি রিক্রুট ব্যাচের ২০৬ সদস্যের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন ও তাদের শপথবাক্য পাঠ করান। পরে তাদের মধ্যে সবদিক দিয়ে চৌকস দুই রিক্রুটকে পুরস্কার প্রদান করা হয়।
×