ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি ॥ সমাবেশ

প্রকাশিত: ০৪:০০, ১ ডিসেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি ॥ সমাবেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ। আরও বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক। সমাবেশের আগে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ ক্লাব প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের রেকর্ড বাজানো হয়। পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের চুল্লি নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠান দেখলেন হবিগঞ্জবাসী নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ নবেম্বর ॥ বহুল প্রতিক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের চুল্লির নির্মাণ কাজ উদ্বোধন হওয়ায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ হবিগঞ্জ জেলার সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর এই কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসক মনীষ চাকমার নেতৃত্বে সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আনন্দ উৎসবের। বিটিভি সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করে। এ সময় জেলা প্রশাসক মনীষ চাকমার পক্ষ থেকে মিষ্টি, চীনা বাদাম, চিপস ও সিঙ্গারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, বিজ্ঞ এডিএম তারিক জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর জাহিদ পাবেল, সদর ইউএনও মোঃ এটিএম আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পবিস’র জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, অব. ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কবীর উদ্দিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহেরসহ সাধারণ মানুষ।
×