ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নদী শাসন বাঁধ দখল ॥ ব্যবস্থা নিতে গড়িমসি

প্রকাশিত: ০৩:৫৯, ১ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে নদী শাসন বাঁধ দখল ॥ ব্যবস্থা নিতে গড়িমসি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ নবেম্বর ॥ সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার কুমার নদে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে জমি দখলের চেষ্টা করছেন আবুল মাতুব্বর নামে এক ব্যক্তি। এতে হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী শাসন বাঁধ। ৪ দিন পার হয়ে গেলেও কোন ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। জানা গেছে, কয়েকদিন ধরে আবুল মাতুব্বর নামে এক ব্যক্তি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার কুমার নদে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে বাঁধের জমি দখল করছেন। বাঁধ ছাড়াও ওই অংশের নদী দখলের পায়তারা করা হচ্ছে। স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভাঙতে বাধা দিলেও তারা কোন কর্ণপাত করেনি। স্থানীয়দের দাবি বাঁধ ভেঙ্গে বাঁধের সøাব তুলে ফেলা হয়েছে। এতে বর্ষা মৌসুমে এই ফাটল দিয়ে পানি প্রবেশ করে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী শাসন বাঁধ সম্পূর্ণ ভেঙ্গে যেতে পারে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানোর ৪ দিন পরেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তবে আবুল মাতুব্বর তার ভুল স্বীকার করে বলেন, ‘একটি রান্নাঘর নির্মাণ করতে চেয়েছিলাম।’ মস্তফাপুর ইউনিয়নের চতুপাড়া এলাকার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আবুলকে সতর্ক করা হয়েছে।’ মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস মল্লিক বলেন, ‘খবরটি এখনও আমি জানি না। তবে অবৈধভাবে জমি বা নদী দখল করে ঘর তুলতে দেয়া যাবে না। আমি ঘটনাস্থলে গিয়ে দেখব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ মস্তফাপুর ইউনিয়ন ভূমি সহকারীর কর্মকর্তা (তসিলদার) আবদুর রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। ঘটনা সত্য, আমরা আবুলকে খুঁজে পাইনি। ডিসিকে ঘটনাটি জানিয়েছি।মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতীম বণিককে কয়েকবার অফিসে গিয়ে না পেয়ে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। শীঘ্রই ওদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি আজকেই জানতে পারলাম আপনার কাছ থেকে। আমি এখনই পানি উন্নয়ন বোর্ডকে জানাচ্ছি এবং আমি স্থানীয় ভূমি অফিসকে জানিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি। আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’
×