ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী খুনের প্রতিবাদে আদালতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৫, ২৭ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে আইনজীবী খুনের প্রতিবাদে আদালতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় রবিবার উত্তাল হয়ে উঠে আদালত পাড়া। এদিন দেড়ঘণ্টা কর্মবিরতি পালন করে আইনজীবীরা। হাজার আইনজীবী আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন এ হত্যাকা-ের প্রতিবাদে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গৃহীত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ ছাড়া আজ সোমবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণাও দিয়েছে জেলা আইনজীবী সমিতি। রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, বর্তমান সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হানিফ এবং সিনিয়র আইনজীবীরা। উল্লেখ্য, নগরীর চকবাজার থানার কেবি আমান আলী রোডের বড়মিয়া মসজিদের সামনের একটি ভবনের নিচতলার বাসা থেকে শনিবার সকালে পুলিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে। লাশটি হাত-পা বাধা, মুখে টেপ দিয়ে মোড়ানো এবং পুরুষাঙ্গ কর্তিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় বাপ্পীর বাবা বাদী হয়ে সিএমপির চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
×