ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাহবুব জামাল শামীমের ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী শেষ হচ্ছে কাল

প্রকাশিত: ০৬:৪২, ২৩ নভেম্বর ২০১৭

মাহবুব জামাল শামীমের ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী শেষ হচ্ছে কাল

সংস্কৃতি ডেস্ক ॥ শিল্পকলা একাডেমিতে মাহবুব জামাল শামীমের ‘লোকারণ্য’ শীর্ষক ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী আগামীকাল শেষ হচ্ছে। নিকট অতীতে এত বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আর হয়নি এই বিশাল গ্যালারিতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘আর্টকন’ এ শিল্প-প্রদর্শনীর আয়োজন করে। পক্ষকাল আগে প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে শিল্পী মুস্তাফা মনোয়ার শিল্পী শামীমের শিল্প-শক্তিমত্তা ও সৃজনধর্মিতার প্রশংসা করেছিলেন। প্রদর্শনীটির কথা বিশেষভাবে উল্লেখ্য দুটো কারণে। এক, ঢাকার বাইরের একজন গুণী শিল্পীর কাজ বৃহত্তর দর্শকদের সামনে নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত এই চিত্রশিল্পী ও ভাস্কর সমকালীন শিল্পকলাচর্চায় এমন কিছু অভিনবত্ব এনেছেন যা আলাদাভাবে নজর কাড়ে। মাহবুব জামাল শামীম খোলাখুলি বলেছেন, শৈশবে শিল্পী এসএম সুলতানের শিক্ষানবিস ছিলাম। চিত্রকরই হওয়ার কথা ছিল, সে ভাবনায় ঢাকা বিশ^বিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে পড়ছিলাম। কিন্তু হঠাৎ শিল্পী আব্দুর রাজ্জাক ও ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য বিভাগ আমাকে আকর্ষণ করল। চিত্রকর নয় ভাস্কর হবো বলে মন স্থির করে ফেলি, তাদের আদর যতেœ এ বিষয়েই বিকশিত হয়ে উঠি। আমি যখন চারুকলায় পড়ছিলাম তখন রাতের আঁধারে অপরাজেয় বাংলাকে আঘাত হানা হয়েছিল। গুলিস্থানে ভাস্কর আনোয়ার জাহানের সদ্যসমাপ্ত স্বাধীনতা স্মৃতি ভাস্কর্য রাতের আঁধারেই উপড়ে নেয়া হয়েছিল। তখন বাঙালীর স্বাধীনতাকেই উপড়ে ফেলার প্রচেষ্টা হয়েছিল। আমি যখন ভাস্কর্য বিভাগের ছাত্র হলাম খোলা আকাশের নিচে মানব রূপের ভাস্কর্য নির্মাণের কল্পনায় বিভোর থাকতাম। ভাস্কর্যের মাধ্যম হিসেবে সবচেয়ে সহজলভ্য পোড়া ইট ও সিমেন্ট পছন্দ করি। এই মাধ্যমে ভাস্কর্য গঠন ও নির্মাণের গবেষণায় যখন ব্যস্ত তখন শিল্পকলা ও স্বাধীনতার সব ভাস্কর্য ভেঙ্গে ফেলা হবে এমন হুঙ্কার ভেসে আসছিল। অবেচতনে আমার শৈশবের শিল্পগুরু এস এম সুলতান ও হেনরি মুর কাজ করেছে কিনা জানি না। তবে সচেতনে পিকাসোর ড্রইং আমাকে প্রভাবিত করল। মিসরীয় ভাস্কর্যের গঠন ডিটেইল আর ভারতীয় ভাস্কর্যের স্থির সমাহিত অন্তঃপ্রাণময়তায় আমার ভাস্কর্য স্টাইল গঠন হতে থাকল। বর্তমানে শিল্পী মাহবুব জামাল শামীম শিল্পচর্চার পাশাপাশি যশোরের শিল্প গবেষণা প্রতিষ্ঠান ’চারুপীঠ’-এর অধ্যক্ষ হিসেবে কর্মরত।
×