ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখা যায়নি ॥ ঈদ-ই-মিলাদুন্নবী ২ ডিসেম্বর

প্রকাশিত: ০৭:৫৫, ২০ নভেম্বর ২০১৭

চাঁদ দেখা যায়নি ॥ ঈদ-ই-মিলাদুন্নবী ২ ডিসেম্বর

বিডিনিউজ ॥ চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে শুরু হবে রবিউল আউয়াল। ফলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স) পালিত হবে আগামী ২ ডিসেম্বর। ধর্ম সচিব আনিসুর রহমানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদ-ই-মিলাদুন্নবীর (স) তারিখ নির্ধারণ করা হয়। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিম ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারী ছুটি থাকে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, আবহাওয়া অধিদফতরের পরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
×