ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতের দিনে ধাওয়ানের আফসোস

প্রকাশিত: ০৬:১৩, ২০ নভেম্বর ২০১৭

ভারতের দিনে ধাওয়ানের আফসোস

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নিয়েছে বিরাট কোহলির দল। অথচ প্রথম ইনিংসে ১৭১-এ গুঁড়িয়ে গিয়েছিল তারা। ৯ উইকেট হাতে রেখে সবমিলিয়ে স্বাগতিকদের লিড ৪৯ রানের। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৪। রবিবার ভারতের ঘুরে দাঁড়ানোর দিনে আফসোসে পুড়েছেন শিখর ধাওয়ান। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ফর্মে থাকা বাঁহাতি ওপেনার। লোকেশ রাহুল ৭৩ ও চেতেশ্বর পুজারা ২ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম দু’দিন বেশিরভাগ খেলা বৃষ্টিতে নষ্ট হয়েছি, ইতোমধ্যে চারদিন পার হয়ে গেছে। ব্যতিক্রম কিছু না ঘটলে আজ শেষদিনে ড্র’ই হতে পারে কলকাতা টেস্টের শেষ পরিণতি। দ্বিতীয় ইনিংসে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন রাহুল-ধাওয়ান। ওয়ানডে স্টাইলে ৩৭ ওভারেই ১৬৬ রান যোগ করে দু’জনে। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরির মাত্র ৬ রান দূরে থাকতে পেসার দাসুন শানাকার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। তার আগে ৪ উইকেটে ১৬৫ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে লঙ্কানরা। শেষ ৬ উইকেট হারিয়ে এদিন আরও ১২৯ রান যোগ করে সফরকারীরা। অলআউট হয় ২৯৪ রানে। লিড ১৩১ রানের। ২০১০ সালে গল টেস্টের পর ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এটিই শ্রীলঙ্কার প্রথম লিড! ভারত ভুলেই গিয়েছিল শ্রীলঙ্কা লিড নিলে কেমন লাগে! ২০১১ সালে অভিষিক্ত কোহলি ক্যারিয়ারে প্রথম দেখলেন শ্রীলঙ্কা লিড নিচ্ছে তার দলের বিপক্ষে! অতিথিদের হয়ে সর্বোচ্চ সংগ্রহ রঙ্গনা হেরাথের ৬৭! ২০০ থেকে ২০১-এ স্কোর যেতে না যেতেই শ্রীলঙ্কা মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েও যে এত বড় লিড নিতে পারল তা হেরাথের সৌজন্যেই। এছাড়া লাহিরু থিরিমান্নে ৫১ আর এ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ৫২। পাশাপাশি নিরোশান ডিকভেলা ৩৫ আর দিনেশ চান্ডিমাল ২৮ রান করেন। ভারতের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। উমেশ যাদব ২টি। ১৯৮৬ সালে শেষবারের মতো টেস্টের কোন ইনিংসে তিনজন ভারতীয় পেসার ২টি বা এরচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। কলকাতা টেস্ট তাই ভারতীয় পেসারদের জন্য আলাদা একটা অধ্যায় হয়েই থাকবে। এই টেস্টে ভারতীয় পেসাররা শ্রীলঙ্কার সবকটি উইকেটই তুলে নিয়েছেন। এমন ঘটনাও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। কলকাতা টেস্টসহ এর আগে কেবল দুটি টেস্টে ভারতীয় পেসারদের প্রতিপক্ষের ১০ উইকেটই তুলে নেয়ার কীর্তি আছে। মজার ব্যাপার হচ্ছে এমন তিনটি ঘটনাই ভারতের মাটিতে। ১৯৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে মুম্বাইয়ে। শেষ ঘটনাটি ১৯৮৩-৮৪ মৌসুমে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত প্রথম ইনিংস ১৭২/১০ (৫৯.৩ ওভার; আগেরদিন ৭৪/৫; রাহুল ০, ধাওয়ান ৮, পুজারা ৫২, কোহলি ০, রাহানে ৪, অশ্বিন ৪, ঋদ্ধিমান ২৯, জাদেজা ২২, ভুবনেশ্বর ১৩, শামি ২৪, উমেশ ৬*; লাকমল ৪/২৬, গামাগে ২/৫৯, শানাকা ২/৩৬, করুনারতেœ ০/১৭, হেরাথ ০/৫, দিলরুয়ান ২/১৯) ও দ্বিতীয় ইনিংস ১৭১/১ (৩৯.৩ ওভার; রাহুল ৭৩*, ধাওয়ান ৯৪, পুজারা ২*, লাকমল ০/২৯, গামাগে ০/৪৭, শানাকা ১/২৯, দিলরুয়ান ০/৪১, হেরাথ ০/২৫)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৯৪/১০ (৮৩.৪ ওভার; আগেরদিন ১৬৫/৪; সামারাবিক্রমা ২৩, করুনারতেœ ৮, থিরিমান্নে ৫১, ম্যাথিউস ৫২, চান্দিমাল ২৮, দিকওয়েলা ৩৫, শানাকা ০, দিলরুয়ান ৫, হেরাথ ৬৭, লাকমল ১৬, গামাগে ০*; ভুবনেশ্বর ৪/৮৮, শামি ৪/১০০, উমেশ ২/৭৯, অশ্বিন ০/১৩, কোহলি ০/৫, জাদেজা ০/১)। * চতুর্থদিন শেষে
×