ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবার এ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন!

প্রকাশিত: ০৫:৪৪, ২০ নভেম্বর ২০১৭

স্বাস্থ্যসেবার এ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ নবেম্বর ॥ সাপাহার উপজেলায় ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যসেবা কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সগুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে এবং সাধারণ যাত্রী পরিবহনে। ইউপি চেয়ারম্যানদের প্রতিদিন ১ শ’ টাকা করে ভাড়া দেয়ার শর্তে এ্যাম্বুলেন্সগুলো ভাড়ায় চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। জানা গেছে, স্বাস্থ্যসেবা বঞ্চিত তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার প্রতি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে এলজি এসপি-২ প্রকল্পের বাস্তবায়নে সারাদেশের ন্যায় সাপাহার উপজেলার ৬ ইউনিয়নে মোট ৬টি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের এ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যসেবার পরিবর্তে এখন যাত্রীসেবা আর বিজ্ঞাপন প্রচার কাজ করছে। এ বিষয়ে বুধবার তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন এক প্রশ্নের জবাবে জানান, আমি অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো এ্যাম্বুলেন্স ভাড়া খাটাই না। তিলনা স্কুলের হেড মাস্টারের অনুরোধে ওই স্কুলের একটি হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদের এ্যাম্বুলেন্স অধিক মুনাফার লোভে রোগী আনা-নেয়ার কথা না ভেবে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন এলাকায় আসা-যাওয়া করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী রোগির অভিভাবক এবং সমাজের সচেতন মহলের অভিযোগ, এ্যাম্বুলেন্সগুলো বাইরে ভাড়া খাটানোর কারণে অনেক সময় এলাকায় ঠিকমতো থাকতে পারে না এবং রোগীর লোকজন ফোন করলেও তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স পায় না। অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে দ্রুত নষ্টও হয়ে যাচ্ছে। এসব অনিয়মের সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
×