ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উৎপাদন বৃদ্ধি ও পরিচালন ব্যয় হ্রাসে মুন্নু স্টাফলার্সের মুনাফা

প্রকাশিত: ০৫:৩৮, ২০ নভেম্বর ২০১৭

উৎপাদন বৃদ্ধি ও পরিচালন ব্যয় হ্রাসে মুন্নু স্টাফলার্সের মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট স্টাফলার্সের চলতি অর্থবছরের ১ম প্রান্তিক বা ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) উৎপাদন বৃদ্ধি ও পরিচালন ব্যয় হ্রাস পাওয়ার কারণে মুনাফা বেড়েছে। যাতে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১১২ শতাংশ। দেখা গেছে, কোম্পানিটির চলতি বছরের ১ম প্রান্তিকে বিক্রয়ের পরিমাণ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ৯ লাখ টাকার বা ৬ শতাংশ। অপরদিকে আগের বছরের ২২ লাখ ১৭ হাজার টাকার পরিচালন ব্যয় এ বছরে কমে হয়েছে ১৮ লাখ ৭ হাজার টাকা। এক্ষেত্রে পরিচালন ব্যয় কমেছে ৪ লাখ ১০ হাজার টাকার বা ১৮ শতাংশ। এদিকে বিক্রয় থেকে সব ব্যয় বাদ দিয়ে চলতি বছরের ১ম প্রান্তিকে মুনাফা হয়েছে ২ লাখ ১২ হাজার টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ১ লাখ ১ হাজার টাকা। যাতে মুনাফা বেড়েছে ১ লাখ ১১ হাজার টাকা। আর আগের বছরের ২৫ পয়সার ইপিএস এবার বেড়ে হয়েছে ৫৩ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২৮ পয়সা বা ১১২ শতাংশ। এ বিষয়ে কোম্পানির একজন উর্ধবতন কর্মকর্তা বলেন, কোম্পানির উৎপাদন আগের চেয়ে বাড়ার ফলে মুনাফা বেড়েছে। আর উৎপাদন বাড়াতে কোম্পানির কারখানা আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে। কোম্পানির জন্য আরও যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। মূলত কারখানা সম্প্রসারণ করার কারণে মুন্নু স্টাফলার্সের উৎপাদন বৃদ্ধি ও মুনাফা বেড়েছে। এদিকে গত বৃহস্পতিবার মুন্ন জুট স্টাফলার্সের লভ্যাংশ সংক্রান্ত কারণে রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেটের পর রবিবার কোম্পানির লেনদেন চালু হবে। কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এর আগের বছর যার পরিমাণ ছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ। ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের মুন্নু জুট স্টাফলার্সে ২০১৬ সালে কোন বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা ছিল না। কিন্তু ২০১৭ সালের ৩১ অক্টোবরে ০.৩৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশী বিনিয়োগকারীদের হাতে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬.৯৩ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারী ৩৭.৯৯ ও উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫৪.৭৩ শতাংশ শেয়ার। উল্লেখ্য, শনিবার কোম্পানিটির প্রতিটি শেয়ার দর রয়েছে ৭৪৮.৫০ টাকায়।
×