ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহথেকে রক্ষা পেল ছাত্রী

প্রকাশিত: ০৪:১৩, ১৯ নভেম্বর ২০১৭

বাল্যবিবাহথেকে রক্ষা পেল ছাত্রী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সদর উপজেলার নির্বাহী অফিসার আমিন আল পারভেজের চেষ্টায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণীর এক ছাত্রী। বিয়ের আসরে অভিযান চালালে পালিয়ে যান বরযাত্রী ও কনের বাবা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ছাত্রীটি কুড়িগ্রাম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে অধ্যয়নরত। জানা গেছে, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা মিজানুর রহমান তার নবম শ্রেণী পড়ুয়া মেয়ের জন্য রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মৃত ঝরু বসনিয়ার ছেলে রাজীবের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল। মিজানুর পুলিশে কর্মরত রয়েছেন। ধুমধাম করে বিয়ে আয়োজনের মধ্যে দুপুরে আত্মীয় স্বজনদের ভোজের ব্যবস্থাও ছিল। রাত ৮টার দিকে বরযাত্রীরা আসার কিছুক্ষণ পর গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার বিয়ের আসরে অভিযান চালান। তবে বর, বরযাত্রী ও কনের বাবা পালিয়ে যেতে সক্ষম হন। কনের মা মেয়ের বিয়ে না দেয়ার মুচলেখা দিয়ে রক্ষা পান। সাতক্ষীরায় ট্রাকচাপায় হেলপার নিহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ট্রাকচাপায় ট্রাকের হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের পারুলিয়া সেকাই মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক হেলপার রফিকুল ইসলাম সেকাই মোড়ে ট্রাক রেখে পাশ্ববর্তী পুকুরে যায় পানি আনতে। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে অন্য একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। নাটোরে আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে বাসের ধাক্কায় ইকবাল হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও নিহতের বাবা আয়নুল হক (৫৮) আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তারা উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার বাসিন্দা। বাবা ও ছেলে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ নবেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে শুক্রবার রাতে বিদ্যুতস্পৃষ্টে হয়ে রোকসানা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রোকসানা ওই গ্রামের রিয়াদ উদ্দিনের স্ত্রী। শুক্রবার রাত ৮টায় রোকসানা বেগম রান্নাঘরে রাইস কুকারের সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়।
×