ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দর্শন দিবস পালিত

প্রকাশিত: ০৫:৫১, ১৭ নভেম্বর ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দর্শন দিবস পালিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে ‘বিশ্ব দর্শন’ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, দেয়াল পত্রিকা প্রকাশ বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে দিসবটি পালন করেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা। দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং দর্শন বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন যৌথভাবে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সাজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। এছাড়া, বিভাগের প্রবীণ অধ্যাপক ড. আমিনুল ইসলাম, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, দর্শন বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান দর্শনের শিক্ষায় শিক্ষিত হয়ে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘দর্শন মানুষকে সত্যনিষ্ঠ হতে শেখায় এবং সত্য উদ্ঘাটনে সহায়তা করে। কুসংস্কারমুক্ত সমাজ গঠনেও দর্শনের ভূমিকা অপরিসীম।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও বাঙালী জাতীয়তাবাদের চেতনায় আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি ববলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবসের ঘোষণা দেয়। ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নবেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়ে থাকে। এদিকে ঢাকা কলেজের বিশ্ব দর্শন দিবসের আলোচনা সভায় প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, দর্শন চর্চা মানুষের মনের শুভবোধগুলোকে জাগিয়ে তোলে। মানবতা, কল্যাণ রাষ্ট্র ও অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতেও এই চর্চা অগ্রণী ভূমিকা পালন করে। ঢাকা কলেজের দর্শন বিভাগ আয়োজিত বিশ্ব দর্শন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোয়াজ্জম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. গালিব হাসান, সভার আহ্বায়ক ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাতিমা জোহরা। বিভাগের অধ্যাপক সাহিনা আক্তার বানু ও প্রভাষক জিনান বিনতে জামানের সঞ্চালনায় আলোচনা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. সাহানা বিলকিস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক রাশিদা আক্তার খানম, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামিম আরা বেগম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন।
×