ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৮৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৯৩ কোটি ৬৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ১৭৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮, কমেছে ১৩৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয় ডিএসইর সার্বিক লেনদেন। কিন্তু বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও দিনটিতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রায় সবকটিরই দর কমেছে। এছাড়া বৃহত পরিশোধিত গ্রামীণফোনের দরও কমেছে। সেই কারণে সার্বিক সূচকের নেতিবাচক প্রবণতা বাড়ে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ফাস ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, বিবিএস কেবল, সিটি ব্যাংক ও কনফিডেন্স সিমেন্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ইস্টার্ন কেবল, বিডি থাই, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, ফার্মা এইড, মুন্নু সিরামিক, আমরা টেকনোলজি, রেনেটা, আমান ফিড ও সেন্ট্রাল ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, আইএসএন, ইনটেক অনলাইন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সায়হাম কটন, ইমাম বাটন, জুটস স্পিনার্স ও সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮, কমেছে ৯৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।
×