ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইঁদুরের মাথায় মানুষের ব্রেন

প্রকাশিত: ০৫:২১, ১৩ নভেম্বর ২০১৭

ইঁদুরের মাথায় মানুষের ব্রেন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্নায়ুবিজ্ঞান সম্মেলনে এমন দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে ইঁদুরের মধ্যে মানুষের ব্রেন স্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইঁদুরের বুদ্ধিমত্তা বাড়াতে বিজ্ঞানীরা ইঁদুরের মাথায় মানুষের ব্রেন স্থাপন করেছেন। এর সপক্ষে যুক্তি হিসেবে বলা হয়, এই পদক্ষেপ একদিন পশুদের জ্ঞান বাড়াতে সক্ষম হবে অর্থাৎ তারা ভবিষ্যতে সম্মান পাওয়ার অধিকারী হবে। বিজ্ঞানীদের মতে, মানুষ এবং ইঁদুরের মধ্যে যে বুদ্ধির বাধা তা কাটিয়ে ইঁদুরকে একটি বুদ্ধিমান হাইব্রিড প্রাণী হিসেবে তৈরি করা যেতে পারে। মানুষের ব্রেনের একটি ক্ষুদ্র অংশ যেটি অর্গানয়েড হিসেবে পরিচিত, তা ইঁদুরের ব্রেনের মধ্যে স্থাপন করে এই দুটি ব্রেনের মধ্যে রক্ত প্রবাহের মাধ্যমে সংযোগ সক্রিয় করেছেন গবেষকরা। এর মাধ্যমে ইঁদুরের ব্রেনে কোষের ক্ষুদ্র একটা অংশ গঠিত হয়, এটি মানুষের নিউরনের মতোই কাজ করে। প্রফেসর ফ্রেড গেজের নেতৃত্বাধীন দলের তথ্যানুযায়ী, মানুষের ব্রেনের অর্গানয়েড থেকে নিউরন এ্যাক্সন প্রেরণ করে, এটি এক নিউরন থেকে অন্য নিউরনে সঙ্কেতগুলো বহন করে ইঁদুরের মস্তিষ্কের বিভিন্ন অংশে। ফলে টিস্যুটি কার্যকরভাবে ইঁদুরের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা একই সময়ে ৩/৪টি কোষ স্থাপনে সক্ষম হয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের ব্রেনের স্নায়ু কোষ যত বেশি ইঁদুরের ব্রেনে স্থাপন করা হবে, ইঁদুর তত বেশি তীক্ষ্ন প্রাণীতে পরিণত হয়ে উঠতে পারে। -ডেইলি মেইল
×