ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরকে হারিয়ে প্রথম জয় পেল রাজশাহী

ঢাকা সিলেটের প্রতিশোধ নিল মিরপুরে

প্রকাশিত: ০৫:৩৯, ১২ নভেম্বর ২০১৭

ঢাকা সিলেটের প্রতিশোধ নিল মিরপুরে

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে শনিবার প্রথম ম্যাচ খেলতে নামেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। প্রথম ম্যাচেই দেখিয়ে দেন ঝলক। বোলিং-ব্যাটিং নৈপুণ্যে মাতিয়ে দেন। তার দুর্দান্ত নৈপুণ্যেই ঢাকায় সিলেট সিক্সার্সকে একেবারে উড়িয়ে দিল ঢাকা ডায়নামাইটস। সিলেটের কাছে পাত্তা পায়নি ঢাকা। এবার সেই হারের প্রতিশোধও যেন নিয়ে নিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে সিলেটকে ৮ উইকেটের ব্যবধানে হারাল ঢাকা। এর আগেদিনের ম্যাচে রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে এবার বিপিএলে প্রথম জয় তুলে নেয় রাজশাহী কিংস। ঢাকা-সিলেট ম্যাচটিতে শুরুতে বল হাতে কি অসাধারণ নৈপুণ্যই না দেখান আফ্রিদি। একাই ৪ উইকেট তুলে নেন। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে অসাধারণ এ নৈপুণ্য দেখান আফ্রিদি। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের (৩/১০) স্পিন জাদুতে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০১ রানের বেশি করতে পারেনি সিলেট। জবাব দিতে নেমে এভিন লুইস (১৮ বলে ৪৪*) ও আফ্রিদির (১৭ বলে ৩৭) মারমুখী ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ৭.৫ ওভারে ১০৬ রান করে ম্যাচ জিতে যায় ঢাকা। বিপিএলের ইতিহাসে ঢাকা একটি রেকর্ডও গড়ে। ৭৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ঢাকা। যা সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড। এর আগে খুলনা টাইটান্সের বিপক্ষে গত বছর রংপুর রাইডার্স ৭২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল। এবার ঢাকা সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল। আফ্রিদি যোগ হওয়াতেই যে দলটি কি শক্তিশালী হয়ে উঠেছে তা বুঝিয়েও দিল। শুরু থেকেই ছক্কার বাহার লাগিয়ে দেন আফ্রিদি। এক এক করে ৫টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে যখন ১৭ বলে ৩৭ রান করে ফেলেন, তখনই আউট হয়ে যান। তবে এর মধ্যে ২৫ বলেই ৫৯ রান হয়ে যায় ঢাকার। এরপর ৫ ছক্কা হাঁকানো লুইস ধামাকার সঙ্গে সাকিব আল হাসান (১৮*) ব্যাটিং দ্যুতি ছড়িয়ে ঢাকাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচটি হয়তো আরও দ্রুত শেষ হয়ে যেত। যদি শেষ উইকেটে আবুল হাসান রাজুর (৩০*) সঙ্গে তাইজুল ইসলামের (১৬*) জুটিটি (৪৮ রানের) সিলেটকে এতদূর এগিয়ে না নিতেন। নাহলে ৬০ রানের মধ্যেই অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনা জেগে যায়। ৫৩ রানেই যে সিলেটের ৯ উইকেটের পতন ঘটে গিয়েছিল। ১০২ রানের টার্গেটে খেলতে নেমে যে জিতবে ঢাকা তা সবাই বুঝে যায়। বাকি থাকে কত বড় জয় মিলে সেটি দেখার। বড় জয়ই পেয়েছে ঢাকা। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকায় খেলতে নেমেই জ্বলে উঠলো রাজশাহী কিংস। রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে দলটি। সেই সঙ্গে এবার বিপিএলে প্রথম জয়ও তুলে নিয়েছে রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানেই ভুল হয়ে যায়। আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৪ রানের বেশি করতে পারেনি রংপুর। রবি বোপারা (৫৪*) যদি হাল না ধরতেন তাহলে এত রানও রংপুরের স্কোরবোর্ডে যোগ হতো না। এই রান অতিক্রম করতে গিয়ে মুমিনুল হকের অপরাজিত ৬৩ ও লেন্ডল সিমন্সের ৫৩ রানে ২ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১৩৮ রান করে জিতে রাজশাহী। স্কোর ॥ ঢাকা-সিলেট ম্যাচ সিলেট সিক্সার্স ইনিংস ১০১/৯; ২০ ওভার (রাজু ৩০, তাইজুল ১৬*, গুনাথিলকা ১৫; আফ্রিদি ৪/১২, নারাইন ৩/১০, রনি ২/২৩)। ঢাকা ডায়নামাইটস ইনিংস ১০৬/২; ৭.৫ ওভার (লুইস ৪৪*, আফ্রিদি ৩৭, সাকিব ১৮*; ব্রেসনান ২/২০)। ফল ॥ ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শহীদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)।
×