ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলের ১১ চরে নেই জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম

প্রকাশিত: ০৫:৩২, ১০ নভেম্বর ২০১৭

বাউফলের ১১ চরে নেই জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ নবেম্বর ॥ বাউফলে ছোটবড় ১১টি চরে প্রায় ১২ হাজার মানুষ বসবাস করছে। এখানে প্রত্যেকটি পরিবারে গড়ে ৬ জন করে লোক রয়েছে। অধিক সন্তান অধিক উপার্জন এই বিশ্বাসের কারণে চরবাসী সহজে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করেন না। তাই বছরের পর বছর বাড়ছে মানুষ। বাড়ছে নতুন বাড়িঘর। কমছে আবাদি জমি। উপজেলার এই চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মধ্যে পরিবার পরিকল্পনা বা ছোট সংসার সম্পর্কে ধারণা না থাকায় গ্রামীণ অর্থনীতি হুমকির মুখে পড়েছে। সরেজমিন চরমিয়াজান, চরবেরেট, চরদিয়ারা, চরঅডেল, চরকচুয়া, চরফেডারেশনের বিভিন্ন এলাকা ঘুরে জনসংখ্যা বৃদ্ধির অস্বাভাবিক চিত্র পাওয়া গেছে। চরমিয়াজানের গ্রাম্য চিকিৎসক আবদুল বারেক সিকদার জানান, চরাঞ্চলে কোন প্রকার আধুনিক চিকিৎসাসেবা না থাকায় মারা যাচ্ছে অসংখ্য গর্ভবতী মা ও শিশু। চর ফেডারেশনের আলম ফকিরের স্ত্রী ফেরোজা বেগম (২৫) জানান, তার বিয়ে হয় ১০বছর আগে। বাল্যবিয়ে হলেও তিনি এখন ৩ মেয়ে ১ ছেলের জননী। তার স্বামী আরও সন্তান নিতে চায়। এ চরের গৃহবধূ শাহিনুরের ৬ সন্তান, হেলেনার ৫ সন্তান, হাসিনার ৪ সন্তান। এদের প্রত্যেকের স্বামী আরও সন্তান নিতে চায়। তাদের ধারণা হচ্ছে, বেশি সন্তান হলে ভূমিদস্যু লাঠিয়ালদের হাত থেকে ফসল রক্ষা করতে পারবে। পাশাপাশি আয় রোজগারও বেশি হবে। এ চরের শতকরা ৬০ কৃষক ৩০ জেলে ও ১০ জন নিয়মিত কোন পেশায় নেই। পাঁচ সন্তানের জননী চরমিয়াজানের রেহেনা বেগম (৩৫) বলেন, আল্লাহর দেয়া সৃষ্টিতে বাধা দিলে তিনি গোস্বা হন। একই চরের মাজেদা বিবি ৬ সন্তানের জননী। তার ছেলে নেই একটিও। তাই তিনি ছেলে না হওয়া পর্যন্ত যত সন্তান নিতে হয়, ততবার নেবেন। একটি বেসরকারী প্রতিষ্ঠানে পরিচালক অতুল চন্দ্র পাল জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারী-বেসরকারী উদ্যোগ থাকলেও বাউফলে পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সঙ্কট, যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল দুর্গম এলাকা হওয়ায় পরিবার পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম আলোর মুখ দেখছে না। উপজেলার জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে অনুন্নত যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলে। যেখানে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণের স্লোগান ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়’। অথচ চরাঞ্চলে হচ্ছে তার উল্টোটা। একাধিক সন্তান হলেই তাদের জন্য ভাল হয়। চরাঞ্চলের মানুষ ধর্মান্ধতা ও কুসংস্কারে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছেন।
×