ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামদর্দ ভার্সিটিতে সিন্ডিকেট সভা

প্রকাশিত: ০৬:২৬, ৮ নভেম্বর ২০১৭

হামদর্দ ভার্সিটিতে সিন্ডিকেট সভা

সোমবার হামদর্দ ভবন সভাকক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান ডাঃ এ কে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অবঃ), সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য এবং হামদর্দ বাংলাদেশ-এর মোতাওয়াল্লী ও সিনিয়র পরিচালক মার্কেটিং ড. হাকীম রফিকুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, সদস্য ও পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান এবং ইউনানী মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ খায়রুল আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা রাঙ্গামাটির বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, উপাচার্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এ সময় ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। মুন্সী আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্বপাকিস্তান রাইফেলস-এ ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্বপাকিস্তান রাইফেলস-এ যোগদান করেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধের সময়ে নিয়মিত পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাঙ্গামাটির বুড়িঘাটে পাকিস্তানী সৈন্যদের ব্যাপক ধ্বংসযোগ্য সাধন এবং তাদের পিছু হটতে বাধ্য করেন। মুন্সী আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানী সেনাদের গোলার আঘাতে শহীদ হন।-বিজ্ঞপ্তি
×