ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ নবেম্বর আজ

প্রকাশিত: ০৫:২৮, ৭ নভেম্বর ২০১৭

৭ নবেম্বর আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ঐতিহাসিক ৭ নবেম্বর। ইতিহাসের পাতায় ঘটনাবহুল একটি দিন। দিনটির পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকলেও বিএনপির পক্ষ থেকে দিনটি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারা মনে করে এদিনে সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল। এদিকে জাসদের পক্ষ থেকেও ৭ নবেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে দলটির পক্ষ থেকে মনে করা হয় জেনারেল জিয়ার বিশ্বাসঘাতকতায় দিবসটি কালিমালিপ্ত। অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দলসমূহ দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে অভিহিত করলেও কোন কর্মসূচী পালন করে না। তবে দিনটি পালনের জন্য বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবারসহ মোট ১০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭ নবেম্বর নিয়ে নানা বিতর্ক থাকলেও এর ধারাবাহিকতায় দেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে। ১৯৭৫ সালের এই দিনে জাসদ সমর্থিত বিপ্লবী সৈনিক সংস্থার কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীতে রক্তাক্ত অভ্যুত্থান সংঘটিত হয়। অভ্যুত্থানে কথিত বন্দীদশা থেকে মুক্তি পান জেনারেল জিয়া। বঙ্গবন্ধু হত্যার পর এ ঘটনার ফলে দেশের ক্ষমতার মঞ্চে আবির্ভূত হন তিনি। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তা পাকাপোক্ত করতে গঠন করেন নতুন রাজনৈতিক দল বিএনপি। তার প্রতিষ্ঠিত দল বিএনপির শুরু থেকেই দিবসটিকে বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসলেও দেশের মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ দিবসটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে। তবে বিএনপি ছাড়াও জাসদের পক্ষ থেকে দিবসটি সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। এক্ষেত্রে দলটির পক্ষ থেকে মনে করা হয় দিবসটি জেনারেল জিয়ার বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত। বাংলাদেশ আওয়ামী লীগসহ অপরাপর রাজনৈতিক দল ৭ নবেম্বরকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হত্যার সঙ্গে একমত পোষণ করলেও এ দিবসে তাদের পক্ষ থেকে কোন কর্মসূচী পালন করা হয় না। ১১ নবেম্বর সমাবেশ বিএনপির ॥ এদিকে বিএনপি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১১ নবেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে। ৮ নবেম্বর এই সমাবেশ করার ঘোষণা দেয়া হলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের সভার কারণে জনসভার তারিখ পিছিয়ে শনিবার (১১ নবেম্বর) নির্ধারণ করা হয়েছে।
×