ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদে যাবে রোবট গাড়ি

প্রকাশিত: ০৫:১২, ৭ নভেম্বর ২০১৭

চাঁদে যাবে রোবট গাড়ি

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই প্রথম চাঁদে রোবট গাড়ি পাঠাবে। এর দায়িত্বে রয়েছে বেসরকারী সংস্থা ‘টিম ইন্ডাস’। রোবট গাড়িটিতে দুটি ক্যামেরা, ব্যাটারি ও টেলিযোগাযোগের যন্ত্র বসানো হয়েছে। চাঁদের মাটিতে নামার পরে গাড়িটি পাঁচ শ মিটার পাড়ি দেবে। খরচ প্রায় সাত কোটি ডলার। - হিন্দু মানুষের সঙ্গে থাকবে... জাপানের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বট (এআই বট) শিবুয়া মিরাই (৭) রোবট মানুষের সঙ্গে থাকার অনুমতি পেল। এ জন্য তাকে মধ্য টোকিওর মিরাইয়ের নাগরিকত্ব দেয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ শুধু জাপানে নয় বরং পুরোবিশ্বেই প্রথম। বটের যৌথ ডেভেলপার মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, মিরাইয়ের নেশা ছবি তোলা আর মানুষ পর্যবেক্ষণ করা। তবে সবচেয়ে বেশি ভালবাসে মানুষের সঙ্গে কথা বলতে। আর সেজন্যই তাকে নাগরিকত্ব দেয়া হয়েছে। - জাপান টুডে
×