ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে ॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৫:২৯, ৬ নভেম্বর ২০১৭

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে ॥ ইকবাল সোবহান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে দলমত নির্বিশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ন করার অধিকার কোন সাংবাদিকের নেই। অপসাংবাদিকতার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। নীতি নৈতিকতা মেনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোন কালো আইন করেনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শনিবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। প্রধান অতিথি ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন এ সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে। ময়মনসিংহ প্রেসক্লাব প্রবর্তিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রতিযোগিতায় গত ২০১২ সালে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন ১ম, ডেইলি স্টারের আমিনুল ইসলাম ২য় ও দৈনিক ইত্তেফাকের শেখ মহিউদ্দিন আহাম্মদ ৩য় হয়েছেন। ২০১৩ ডেইলি স্টারের আমিনুল ইসলাম ১ম, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন ২য়, দলিত কণ্ঠের আতাউর রহমান জুয়েল ৩য় হয়েছেন। ২০১৪ সালে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন ১ম, ডেইলি স্টারের আমিনুল ইসলাম ২য় ও দৈনিক ইত্তেফাকের শেখ মহিউদ্দিন আহাম্মদ ৩য় হয়েছেন। ২০১৫ সালে দলিত কণ্ঠের আতাউর রহমান জুয়েল ১ম, সাপ্তাহিক পরিধির আব্দুস সামাদ আজাদী ২য়, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন ৩য় হয়েছেন।
×