ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ০৬:১৫, ৪ নভেম্বর ২০১৭

বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেল হত্যা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তাহেরপুর ইসলামীয়া মাদ্রাসায় এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এসব রোগীকে চিকিৎসা সেবা, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ বাদল, এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, এ্যাডভোকেট নুরজাহান, এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও নেকবর হোসেন নাহিদ। মেধাবীদের বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ নবেম্বর ॥ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ২০১৬ সালের জেএসসি ২০১৭ সালে দশম শ্রেণীতে সর্বোচ্চ ফল অর্জনকারী ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বেগম জেবুন্নেছা ও কাজী মাহাবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বিকেলে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরুল্লাহ। স্কলার পদক, সার্টিফিকেট ও পাঁচ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি সাবেক এমপি কাজী জাফরুল্লাহ। এছাড়া চরভদ্রাসনের ১৪ বিদ্যালয়ের দশম শ্রেণীতে ২০১৬ সালে প্রথম স্থান অর্জনকারী ১৪ শিক্ষার্থীকে মেডেল পরিয়ে দেয়া হয়।
×