ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ কামরুজ্জামানকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:০২, ৪ নভেম্বর ২০১৭

শহীদ কামরুজ্জামানকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহযোগী এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালের ৩ নবেম্বর কারাগারে নির্মমভাবে নিহত হন তিনি। তাকে নিয়ে তৈরি হলো প্রামাণ্য চলচ্চিত্র ‘উত্তরের মানুষ ধ্রুবতারা’। ৪৬ মিনিটের এ প্রামাণ্য চলচ্চিত্রে স্বজন, সহযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের ভাষায় উঠে এসেছে শহীদ কামরুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন। ইউটিউবে অবমুক্ত করা হয়েছে প্রামাণ্য চলচ্চিত্রটি। শহীদ এ এইচ এম কামরুজ্জামান অবিভক্ত বাংলা ও পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালের ৮ মার্চ কারফিউ প্রত্যাহারের জন্য পত্রিকায় বিবৃতি দেন ও ১১ মার্চ রাজশাহীর ভুবন মোহন পার্কে এক জনসভায় স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন।
×