ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ৩ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ নবেম্বর ॥ টাঙ্গাইল শহরের কাগমারী এলাকায় ট্রাক্টর চাপায় বৃহস্পতিবার সকালে ইমান আলী (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্দপপুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে। জানা যায়, ইমান আলী সকালে শহরের পার্ক বাজারে লেবু বিক্রি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলার কাগমারী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা বিদ্যুতের খুঁটি নিয়ে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নীলফামারীতে চালক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কে সীমান্ত বাজারে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন জলঢাকা উপজেলা পৌরশহরের আমরুলবাড়ি গ্রামের মহুবার রহমানের ছেলে। আহত অপর দুই মোটরসাইকেল আরোহী সোহাগকে (২২) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শামীমকে(২৪) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীপুরে ভিক্ষুক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে বৃহস্পতিবার বিকেলে পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তার নাম মুক্তার হোসেন (৬০)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের মৃত কান্দু শেখের ছেলে। কলাপাড়ায় শিশু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, স্কুলে যাওয়া হলো না শিশু শিক্ষার্থী সুমনের। ঘাতক অটোবাইক চাপায় লাশ হয়ে ফিরল। পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু সুমন (১১) টিয়াখালী ইউনিয়নের পুর্ববাদুরতলী গ্রাম সংলগ্ন কলাপাড়া-লোন্দা সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় অটো চাপায় গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল হোসেন মৃত ঘোষণা করেন। মৃত সুমন বাদুরতলী বান্দাঘাট এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মধ্যটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
×