ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসি ॥ নারায়ণগঞ্জে অনিয়মিত প্রশ্নপত্রে এক ঘণ্টা পরীক্ষা গ্রহণ

প্রকাশিত: ০৬:০৯, ২ নভেম্বর ২০১৭

জেএসসি ॥ নারায়ণগঞ্জে অনিয়মিত প্রশ্নপত্রে এক ঘণ্টা পরীক্ষা গ্রহণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ গালর্স স্কুল এ্যান্ড কলেজের জেএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে (২০১৬ সালের প্রশ্ন দিয়ে) এক ঘণ্টা পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের ২০৮ ও ২০৯ নম্বর কক্ষে প্রায় ২০ শিক্ষার্থীর বেলায় এ ঘটনাটি ঘটে। পরে শিক্ষার্থীরা হৈ চৈ ও কান্নাকাটি করে বিষয়টি শিক্ষকদের নজরে আনলে এক ঘণ্টা পর ২০১৭ সালের প্রশ্ন দেয়া হয়। কিন্তু তাদের অতিরিক্ত সময় দেয়া হয়নি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের গাফিলতির কারণে তাদের মেয়েদের পরীক্ষা খারাপ হয়েছে। এ জন্য দায়ী শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে বিকেলে গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে বিষয়টি জানার জন্য নারায়ণগঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শীতল চন্দ্র দেসহ অভিযুক্ত শিক্ষকরা কেটে পড়েন।
×