ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনলাইনে হকিংয়ের থিসিস...

প্রকাশিত: ০৪:৪০, ৩১ অক্টোবর ২০১৭

অনলাইনে হকিংয়ের থিসিস...

ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের ওয়েসবাইটে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস প্রকাশ করার পর মাত্র কয়েকদিনে ২০ লাখেরও বেশি লোক সেটি দেখে ফেলেছেন। প্রথমদিনে এত লোক থিসিসটি পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করেন যে সেটি ক্র্যাশ করে। পাঁচ লাখ লোক এটি ডাউনলোড করার চেষ্টা করেন। ‘সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈশিষ্ট্য’ শিরোনামে ১৯৬২ সালে ১৩৪ পাতার থিসিসটি হকিং তৈরি করেন। -বিবিসি অবশেষে চোখ খুলল ভারতের উড়িষ্যা রাজ্যের জগা ও কালিয়া নামের দুবছরের মাথা জোড়া লাগানো শিশু আলাদা হওয়ার চারদিন পর এক শিশু চোখ খুলেছে। ২৬ অক্টোবর ৩০ জন ডাক্তারের একটি দল ১৬ ঘণ্টার জটিল অপারেশন করার পর তাদের আলাদা করতে সক্ষম হয়। প্রতি ৩০ লাখ যমজ শিশুর মধ্যে একটির মাথা জোড়া লাগানো থাকে বলে ডাক্তাররা জানিয়েছেন। -বিবিসি
×