ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ অক্টোবর ২০১৭

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (২৯) শনিবার গভীর রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি শহরের বেজপাড়ার গোলগোল্লার মোড়ের আজিমাবাদ কলোনী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা জব্দ করেছে। খুনীদের দ্রুত আটকের দাবিতে রবিবার বিকেলে শহরের দড়াটানা থেকে বিক্ষোভ মিছিল করেছে। নিহতের পিতা আনোয়ার হোসেন জানান, গোলগোল্লার মোড়ের সালাম ফার্নিচারের সামনে বসে বন্ধুদের লুডু খেলা দেখছিলেন ইমন। রাত ১১টার পরপরই কয়েকজন দুর্বৃত্ত এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। হাসপাতালে আনা হলে রাত ১১টা ১৩ মিনিটে জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ইমন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তিনটি গুলির শব্দ পেয়েছেন। সেখান থেকে দুইটি গুলির খোসা জব্দ করা হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, বেজপাড়া গোলগোল্লা ও আজিমাবাদ কলোনি মাদক প্রবণ এলাকা। রাজনীতির হাতেখড়ি হওয়ার পর থেকেই তিনি মাদক বেচাকেনা ও সেবনকারীদের বিপক্ষে ছিলেন। বিভিন্ন এনজিও ও শান্তি শৃঙ্খলা কমিটির ব্যানারে ইমনের নেতৃত্বে ওই এলাকায় একাধিকবার মাদকবিরোধী সমাবেশ হয়েছে। এ কারণে স্থানীয় মাদক বিক্রেতাদের সঙ্গে তার বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে মাদকের সঙ্গে জড়িতরা নিজে বা ভাড়াটে খুনী দিয়ে ইমনকে হত্যা করেছে। যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, মনোয়ার হোসেন ইমন তার কমিটির সহ-সভাপতি ছিলেন। এদিকে খুনীদের আটকে শহরের দড়াটানা থেকে মিছিল বের করে তালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে দড়াটানায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, বর্তমান সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক সালসাবিল জিসান প্রমুখ। বক্তারা খুনীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
×