ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সংঘর্ষে এক যুবক নিহত

প্রকাশিত: ২১:৪২, ২৯ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে সংঘর্ষে এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পাওনা টাকা আদায়ের ঝগড়াকে কেন্দ্র করে আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহরে ২ নং খলিফা পট্রিতে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষে আব্দুল মালেক (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের আরো তিন জন। নিহত মালেকের বাড়ি শহরের দত্তবাড়ি মহল্লায়। এ নিয়ে দত্তবাড়ি এবং জানপুর মহল্লায় দফায় দফায় সংঘর্ষ হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটক করা হয়েছে চারজনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- শহরের চৌরাস্তা মোড়ে জানপুর মহল্লার নজরুলের সাথে দত্তবাড়ি মহল্লার মুছা নামের যুবকের মধ্যে পাওনা টাকা নিয়ে বচসা হয়। এক পযর্যায়ে ধস্তাধস্তি হয়। এ খবর ছড়িয়ে পড়লে জানপুর এবং দত্তবাড়ি মহল্লা থেকে দুই জনের পক্ষে আরো ক’জন যুবক আত্বীয় স্বজন সমবেত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ২ নং খলিফা পট্রিস্থ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে আব্দুল মালেকের মাথায় রড় দিয়ে আঘাত করা হয়। তাকে সিরাজগহ্জ জেনারেল হাসপাতালে নেবার পর চিকিৎসক মালেককে মৃত বলে ঘোষণা করে। এখবর ছড়িয়ে পড়লে জানপুর ও দত্তবাড়ি মহল্লাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও সংষর্ঘ বাঁধে। তবে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আটক করা হয়েছে চার জনকে।
×