ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৪, ২৬ অক্টোবর ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] প্রিয় জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ বিজ্ঞান বিষয়ের ৬ষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো। উদ্দীপকটি বুঝে উত্তর দাও ও নমুনা উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। প্রশ্ন: ‘গ’ ও ‘ঘ’ মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৭ এবং ‘ঘ’ মৌলের ভর সংখ্যা ৩৫। ক. নিষ্ক্রিয় মৌল কাকে বলে? খ. কার্বনের ভরসংখ্যা ১২ বলতে কী বুঝ? গ. ‘ঘ ’ মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে এর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের কর। ঘ. উদ্দীপকের মৌল দুইটি কীভাবে যৌগ গঠন করবে? বিশ্লেষণ কর। উত্তর ॥ ক) যেসব মৌলের শেষ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন থাকে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। খ) কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে তার ভরসংখ্যা বলে। কার্বনের ভরসংখ্যা ১২ বলতে বুঝায় যে, কার্বনের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা ১২। গ) উদ্দীপকের ঘ মৌলটি ক্লোরিন। যার পারমাণবিক সংখ্যা ১৭। ক্লোরিন পরমাণুটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:
×