ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেমিকার সাত টুকরা লাশ

প্রধান আসামির আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত: ০৬:৫১, ২৬ অক্টোবর ২০১৭

প্রধান আসামির আদালতে স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, আমতলী বরগুনা, ২৫ অক্টোবর ॥ বরগুনার আমতলীতে চাঞ্চল্যকর কলেজছাত্রী মালা আকতার হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন পলাশ বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আইনজীবী মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে চারজনের নামে মামলা করেছেন। পুলিশ আইনজীবী মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে সাত দিনের রিমান্ড আবেদন করেছে। আদালতের বিচারক রিমান্ড আবেদন শোনানির জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন। জানা গেছে, বরগুনা সদর উপজেলার গুদিঘাটা গ্রামের মোঃ মান্নান হাওলাদারের কন্যা মালা আকতারের সঙ্গে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাস-া গ্রামের আবদুল লতিফ খানের ছেলে আলমগীর হোসেন পলাশ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মালা সম্পর্কে আলমগীর হোসেন পলাশের মামাত শালিকা। মালা কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী। গত রবিবার সন্ধ্যায় আলমগীর হোসেন পলাশ প্রেমিকা মালাকে নিয়ে আমতলী তার (পলাশ) আত্মীয় এ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লবের বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার মালা পলাশকে বিয়ে করার জন্য চাপ দেয়। এক পর্যায় মঙ্গলবার দুপুরে আলমগীর হোসেন পলাশ মালা আকতারকে বঁটি দিয়ে সাত টুকরো করে হত্যা করে। এইউবিতে দশ ডিসেম্বর সমাবর্তন রচনা প্রতিযোগিতা ১০ ডিসেম্বর, ২০১৭ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষে এইউবি আয়োজন করেছে ‘সমাবর্তন রচনা প্রতিযোগিতা’। প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। গ্রুপ-এ স্নাতক-স্নাতকোত্তর অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয় : ‘হায়ার এডুকেশন এজ এ টুল অব প্রোভারটি এলিভেশন এ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’ (৩০০০ শব্দের মধ্যে)। গ্রুপ-বি এসএসসি ও এইচএসসি/সমমান অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয় : ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার ভূমিকা’ (২০০০ শব্দের মধ্যে)। প্রত্যেক গ্রুপে বিজয়ী তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য যা করণীয় ঃ এ রচনা এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করে ২ কপি জমা দিতে হবে। এক কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবির পিছনে নিজের নাম লিখে প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সত্যায়িত করে জমা দিতে হবে)। গ্রুপের রচনা ইংরেজিতে ও বি গ্রুপের রচনা বাংলায় লিখতে হবে। রচনা পাঠানোর ঠিকানা : চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাড়ি-২৫, রোড-৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০। রচনার সফ্ট কপি যবধফবহমধঁন@ুধযড়ড়.পড়স ই-মেইলে পাঠাতে হবে। রচনা পাঠানোর শেষ তারিখ : ২০ নবেম্বর, ২০১৭। আলাদা কাগজে রচনায় অংশগ্রহণকারীর নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণী, রোল নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানা লিখতে হবে। যাবতীয় তথ্যের জন্য- ,০১৬৭৮৬৬৪৪২৩ এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।-বিজ্ঞপ্তি।
×