ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই নবেম্বর শুরু দুবলারচরে রাসমেলা

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ অক্টোবর ২০১৭

দুই নবেম্বর শুরু দুবলারচরে রাসমেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রতি বছরের ন্যায় এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ২ নবেম্বর হতে ৪ নবেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পুণ্যস্থান’ ও রাসমেলা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ ৮টি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের দফতর থেকে এ সকল তথ্য জানানো হয়। দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২ নবেম্বর হতে ৪ নবেম্বর পর্যন্ত তিন দিনের জন্য অনুমতি দেয়া হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পথে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। যাত্রীরা নির্ধারিত রুটের পছন্দমতো একটি পথ ব্যবহারের সুযোগ পাবেন এবং দিনের বেলায় চলাচল করতে পারবেন। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না। পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্র সঙ্গে রাখতে হবে। পরিবেশ দূষণ করে এমন বস্তু, মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যে কোন অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বহন থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। ঢেউটিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৫ অক্টোবর ॥ শাহজাদপুর উপজেলার বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১শ’ পরিবারের মাঝে প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার কৈজুরী, জালালপুর, সোনাতনী, গালা, পোরজনা ও নরিনা ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এ ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন। উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিনামূল্যে সার বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৫ অক্টোবর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও শস্য বীজ বিতরণ করেছে মোহনগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর। বুধবার দুপুরে উপজেলা চত্বরে নির্বাহী অফিসার মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাফিজুল ইসলাম। ১৯৫ কৃষককে সরিষা, ভুট্টা ও সার বিতরণ করা হয়।
×