ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মধ্যপন্থী ইসলামের দিকে ফিরছে সৌদি আরব ॥ যুবরাজ

প্রকাশিত: ০৬:২২, ২৬ অক্টোবর ২০১৭

মধ্যপন্থী ইসলামের দিকে ফিরছে সৌদি আরব ॥ যুবরাজ

কট্টর-রক্ষণশীল শাসনের জন্য পরিচিত দেশ সৌদি আরবে মধ্যপন্থার ইসলাম কায়েমের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে এক অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। গার্ডিয়ান। এছাড়া মঙ্গলবার ‘নিয়ম’ নামের ৩০ হাজার কোটি ডলার ব্যয়ে একটি মহানগর তৈরির উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় দেয়া ভাষণে মোহাম্মদ বলেন, আমরা আগে যেখানে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি মধ্যপন্থী একটি ইসলামী দেশে যেটি হবে সব ধর্ম ও বিশ্বের জন্য উন্মুক্ত। ধ্বংসাত্মক ধ্যান-ধারণা সামাল দিতে গিয়ে আমাদের জীবনের পরবর্তী ৩০ বছর নষ্ট করব না আমরা। সেগুলো আজই ধ্বংস করব। আমরা খুব দ্রুত কট্টরপন্থার অবসান ঘটাব। এই প্রথম সৌদি আরবের শীর্ষ পদে থাকা কোন কর্মকর্তা সরাসরি দেশটির কট্টরপন্থাকে আক্রমণ করে কথা বললেন। সামাজিক সংস্কারের পাশাপাশি পতনশীল অর্থনীতিকে টেনে তুলতে একের পর এক মেগা প্রকল্প হাতে নিচ্ছে সৌদি আরব। এবার দেশটি একটি মেগা শহর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। শহরটির আয়তন হবে ১০ হাজার ২৩১ বর্গমাইল, যা বাংলাদেশের মোট আয়তনের এক পঞ্চমাংশের কাছাকাছি। আর শহরটি নির্মাণে ব্যয় হবে ৩০ হাজার কোটি ডলার। মঙ্গলবার এই শহর নির্মাণের ঘোষণা দিতে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে আলোচিত শহর নির্মাণের ব্যয় নির্বাহী করা হবে। অবশ্য এ প্রকল্পে বিদেশী বিনিয়োগকেও স্বাগত জানাবে সৌদি সরকার। শহরটির বিস্তার হবে মিসর ও জর্দানের সীমান্ত পর্যন্ত। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওই শহরে থাকবে শতভাগ নবায়নযোগ্য শক্তি। পুরো শহরে চলবে চালকবিহীন গাড়ি। যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে দ্রোণ। উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে সবার জন্য। তা-ও আবার ফ্রি। রক্ষণশীল রাজ্যের আধুনিকায়নে হঠাৎ করেই যেন সংস্কারের দিকে নজর দিয়েছে সৌদি আরব।
×