ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অমল এ্যান্ড লীনা অডিট ফার্মের নিরীক্ষা কাজে এক বছরের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:১০, ২৫ অক্টোবর ২০১৭

অমল এ্যান্ড লীনা অডিট ফার্মের নিরীক্ষা কাজে এক বছরের নিষেধাজ্ঞা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিলেট মেট্রো সিকিউরিটিজ নিয়ে মিথ্যা ও অসঙ্গতিপূর্ণ নিরীক্ষা কাজের জন্য অমল এ্যান্ড লীনা অডিট ফার্মের পার্টনার অমল কৃষ্ণ দাসের নিরীক্ষা কাজে ১ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) দিয়েছে আইসিএবি। বিভিন্ন আইন ভঙ্গের কারণে সিলেট মেট্রো সিকিউরিটিজ হাউসটির ব্যবসায়িক কার্যক্রমের উপর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা দেয় সিএসই কর্তৃপক্ষ। কিন্তু ব্রোকারেজ হাউসটির অডিট রিপোর্টে তা তুলে ধরা হয়নি। এছাড়া হিসাব মান অনুযায়ী, দেনাদার ও অগ্রিমের তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি ৩৬ কোটি ৭২ লাখ টাকার দেনাদার ও ১ কোটি ৭ লাখ টাকার পাওনাদারের হিসাবের সত্যতা যাছাই করেনি। এছাড়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বিএএস ১ পরিপালন না করা হলেও নিরীক্ষক তা উল্লেখ করেনি। এসব গরমিল থাকা সত্ত্বেও নিরীক্ষক তার ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে তা তুলে ধরেনি। এমনকি হিসাব সঠিক আছে বলে মন্তব্য করেছে। এর আলোকে সিএসই আইসিএবিতে লিখিতভাবে জানায়। সিএসইর অভিযোগের আলোকে আইসিএবি চলতি বছরের ৬ আগস্ট অমল এ্যান্ড লীনা অডিট ফার্মকে কারণ দর্শানোর জন্য শোকজ করে। তবে ফার্মটি তার জবাব দিতে পারেনি। এমতাবস্থায় আইসিএবি ফার্মটির পার্টনার অমল কৃষ্ণ দাসকে ১ বছরের জন্য নিরীক্ষা কাজে নিষেধাজ্ঞা ও ১ লাখ টাকা জরিমানা করে। আর ৩ মাসের মধ্যে এই ১ লাখ টাকা প্রদান না করলে, নিষেধাজ্ঞা ২ বছর হবে।
×