ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ অক্টোবর ২০১৭

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত

মালি থেকে আসা বন্দুকধারীদের হামলায় পশ্চিম নাইজারে ১৩ আধাসামরিক পুলিশ নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার ওই বন্দুকধারীরা পিকআপ ট্রাক ও মোটরসাইকেলে করে এসে আধাসামরিক পুলিশের ঘাঁটিতে হামলা চালায়। নাইজারের সামরিক কর্মকর্তারা হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। গার্ডিয়ান। হামলাকারীরা মালি থেকে সীমান্ত অতিক্রম করে নাইজারের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে আয়োরোউ গ্রামের ওই ঘাঁটিতে হামলা চালায় বলে রয়টার্সকে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তাদের কাছে রকেট লঞ্চার ও মেশিনগান ছিল। চারটি গাড়িতে করে তারা এসেছিল আর প্রত্যেকটি গাড়িতে প্রায় সাতজন করে যোদ্ধা ছিল, বলেন তিনি। হামলার সময় গোলাগুলিতে এক হামলাকারী নিহত হলেও বাকিরা নাইজার সেনাবাহিনীর চারটি সামরিক যান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি।
×