ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ-বিদেশ ভ্রমণে নগদ টাকার সীমা বাড়ল

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ অক্টোবর ২০১৭

দেশ-বিদেশ ভ্রমণে নগদ টাকার সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশ-বিদেশ ভ্রমণ কালে মাথাপিছু নগদ টাকা রাখার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশ যাওয়ার সময় কোন ব্যক্তি বাংলাদেশী মুদ্রায় ন্যূনতম ১০ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময়ও একই পরিমাণ বাংলাদেশী মুদ্রা সঙ্গে আনতে পারবেন। আগে বিদেশী যাওয়া ও ফেরত আসার সময় সর্বোচ্চ ৫ হাজার ডলার করে সঙ্গে রাখা যেত। ফলে এই সীমা আগের চেয়ে দ্বিগুণ হলো। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ (সংশোধিত ২০১৫) এর ৮(১) ধারার ক্ষমতা বলে পূর্বের সার্কুলার সংশোধন করে এ নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ হতে বাংলাদেশে আগমনকালে এবং বাংলাদেশ হতে বহির্গমনকালে বহনযোগ্য বাংলাদেশী কারেন্সির পরিমাণ ৫ থেকে ১০ হাজার ডলারে উন্নীত করা হলো।
×