ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:২৭, ১২ অক্টোবর ২০১৭

গসিপ

নগর জীবনে ব্যস্ততার ভিড়ে নিশ্চয়ই চোখ ফেলতে পারেননি বিনোদন ভুবনে তাদের জন্য খবর হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একসময় প্রেমের প্রস্তাব পেয়েছিলেন হলিউড তারকা ও জনপ্রিয় অভিনেত্রী ব্রুক শিল্ডস। কিন্তু তখন প্রত্যাখ্যাত হন ট্রাম্প। সেসময় অবশ্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না। আশির দশকের কথা। হলিউডে ১৯৮২ সালে মুক্তির পর সাড়া জাগায় ‘বেড রানার’। প্রায় তিন যুগ পর তৈরি হলো এর নতুন পর্ব ‘বেড রানার ২০৪৯’।অবশেষে প্রকাশ্যে এসেছে সারা আলি খানের ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ তার ফার্স্ট লুক। প্রথম দেখাতে সারাকে চিনতে পারেননি বলিউডের অনেকেই। প্রথম দর্শনেই বাজিমাত করেছেন তিনি।মুক্তির এক সপ্তাহের মধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে বলিউড সিনেমা ‘জড়ুয়া টু’। বলিউড বক্স অফিসে এক নম্বরে অবস্থান করছে সিনেমাটি। চলতি বছরে শাহরুখ খানের (জব হ্যারি মেট সেজাল) ও সালমান খানের (টিউবলাইট) মতো ছবি ফ্লপ হলেও বরুণের ‘জড়ুয়া টু’ হয়ে গেছে সুপারহিট। বিদ্যা বালান বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মুখে বাংলার প্রতি ভালোবাসা বিশেষ করে কলকাতার স্তুতি শোনা যায় নিয়মিত। এসব নিয়ে লিখেছেনÑ ধ্রুব হাসান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একসময় প্রেমের প্রস্তাব পেয়েছিলেন হলিউড তারকা ও জনপ্রিয় অভিনেত্রী ব্রুক শিল্ডস । কিন্তু তখন প্রত্যাখ্যাত হন ট্রাম্প। সেসময় অবশ্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না। তবে শীর্ষ ধনীদের একজন ছিলেন। সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ এ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে ব্রুক জানান, দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ট্রাম্প ফোন করেছিলেন তাকে। ৫২ বছর বয়সী এই তারকা বলেন, ‘একটি ছবির শূটিং করছিলাম তখন। বিয়েবিচ্ছেদের পর তিনি ফোন করে আমাকে বলেন আমরা প্রেম করতে পারি! কারণ তুমি আমেরিকার সুইটহার্ট আর আমি আমেরিকার ধনী মানুষ। আমাদের কাছাকাছি দেখলে সবার ভালো লাগবে। তাকে জানালাম, আমার প্রেমিক আছে। এটা শুনে হতাশ হন তিনি।’ ১৯৯২ সালে এক চ্যারিটি অনুষ্ঠানে প্রথমবার ব্রুক শিল্ডস ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর পাঁচ বছর পর ‘সাডেনলি সুসান’টিভি সিরিজের সেটে আবার দেখা হয় তাদের। ব্রুক শিল্ডসই প্রথম নন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন মেক্সিকান সুন্দরী সালমা হায়েক, মার্কিন মডেল-অভিনেত্রী ক্যান্ডিস বার্গেন ও এমা থম্পসন। স্বামী-সন্তানদের সঙ্গে ব্রুক শিল্ডস আশির দশকে হলিউডে ‘দ্য বু লেগুন’ (১৯৮০) ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান ব্রুক শিল্ডস। এর পরের বছর তার অভিনীত ‘এন্ডলেস লাভ’ও দর্শকপ্রিয়তা পায়। ব্যক্তিজীবনে তিনি টিভি অনুষ্ঠানের লেখক ক্রিস হেন্সির স্ত্রী। তাদের ঘরে আছে দুই মেয়ে। ১৪ বছরের রোয়ান ও ১১ বছর বয়সী গ্রিয়ার। ‘বেড রানার ২০৪৯’ আশির দশকের কথা। হলিউডে ১৯৮২ সালে মুক্তির পর সাড়া জাগায় ‘বেড রানার’। প্রায় তিন যুগ পর তৈরি হলো এর নতুন পর্ব ‘বেড রানার ২০৪৯’। এ ছবির প্রধান চরিত্র লসএ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ‘কে’ লেখা হয়েছে হলিউড তারকা রায়ান গসলিংয়ের কথা মাথায় রেখে। মানবসভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এমন এক অশুভ রহস্য উদ্ঘাটন করে সে। এই আবিষ্কার তাকে নিয়ে যায় সাবেক বেড রানার রিক ডেকার্ডের কাছে, যে ৩০ বছর আগে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। রায়ান গোসলিং এখানে বেড রানার কের চরিত্রে অভিনয় করেছেন। বেড রানাররা হচ্ছেন পুলিশ অফিসার। তাদের দায়িত্ব দেয়া হয় মানবদেহের রেপিকা কারা তৈরি করছে, তা খোঁজার পাশাপাশি এগুলো ধ্বংস করার। এখানে এ রেপিকাকে হিউম্যানয়েড ম্যান ও উইম্যান বলে পরিচয় দেয়া হয়। কিন্তু কে এ অভিযানে গিয়ে এমন এক সত্যের মুখোমুখি হন, যা এত দিন গোপন ছিল। এ তথ্যের ভিত্তি খুঁজতে গিয়ে পরিচয় হয় নিয়ান্ডার ওয়ালেসের সঙ্গে, যিনি হিউম্যানয়েড তৈরি করছেন। একই সঙ্গে আসল বেড রানার ছবির রিক ডেকার্ডের সঙ্গেও দেখা হয় তার।ফিলিপ কে ডিকের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ডু এ্যান্ড্রয়েড ড্রিমস অব ইলেকট্রিক শিপ?’ এর চরিত্রগুলোই এখানে তুলে ধরেছেন ছবিটির সংলাপ লেখক হ্যাম্পটন ফ্যাঞ্চার ও মাইকেল গ্রিন। আর সেসব চরিত্রকে জীবন্ত করে তুলেছেন ভালোনুভ। তিনি এখানে দেখিয়েছেন মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রাখা গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দিয়েছেন পরিবেশ দূষণে যে ক্ষতি হচ্ছে, তা আমাদের জন্য ধূসর ও অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে। মনোক্রোম ও ব্যাকলাইট দিয়ে ছবিটিতে চমৎকার সব দৃশ্য তৈরি করা হয়েছে। ‘বেড রানার’ যেখানে শেষ হয়েছিল, তারও প্রায় কয়েক যুগ পরের ঘটনাবলী নিয়ে নতুন ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন বারখাদ আবদি, আনা ডি আরমাস, ম্যাকেঞ্জি ডেভিস, সিলভিয়া হোয়েকস, কার্লা জুরি, ডেভিড ডেস্টামালশিয়ান। মজার ব্যাপার হলো, ‘বেড রানার’ ছবি মুক্তির সময় এই তারকাদের কারও জন্মই হয়নি! অন্য চরিত্রে দেখা যাবে লেনি জেমস, রবিন রাইট, ডেভ বাউতিস্তা ও জারেড লেটোকে। সায়েন্স ফিকশন ধাঁচের নতুন ছবিটি পরিচালনা করেছেন কানাডিয়ান নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। সবমিলিয়ে বেড রানার ২০৪৯ অসাধারণ একটি ছবি; যারা বৈজ্ঞানিক কল্পকাহিনী ও বেড রানারের ভক্ত, তারা মোটেও হতাশ হবেন না। প্রথম দর্শনে সারার বাজিমাত! অবশেষে প্রকাশ্যে এসেছে সারা আলি খানের ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ তার ফার্স্ট লুক। প্রথম দেখাতে সারাকে চিনতে পারেননি বলিউডের অনেকেই। প্রথম দর্শনেই বাজিমাত করেছেন তিনি। নির্মাতা একতা কাপুর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারার নতুন লুকের সেই ছবি। তা দেখে বলিউডের অনেকেই বলছেন, অনস্ক্রিনে যে সারাকে দারুণ মানাবে তা বোঝা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিতে দুর্দান্ত টুইস্ট রয়েছে। ‘কেদারনাথ’ একজন হিন্দু মেয়ের সঙ্গে একজন মুসলিম ছেলের প্রেমকাহিনী নিয়ে তৈরি? মুসলিম ছেলে সুশান্ত, পেশায় মালবাহক ও গাইড। আর তার প্রেমে পড়তে দেখা যাবে হিন্দু পর্যটক সারাকে? সারা খান ২০০৭ সালের মিস মধ্য প্রদেশ খেতাব বিজযয়ী। তিনি সাপনা বাবুল কা.... বিদাই, রাম মিলায়ে জোড়ি” এবং “জুনুন - এইসি নাফরাত তো ক্যায়সে ইশক” ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের সুবাদে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি একজন সেলিব্রেটি অতিথি হিসেবে ২০০৮ সালের ২০ সেপ্টেম্বরে আনগাদ হাসিজা, পারুল চৌহান এবং কিনসুক মহাজনের সঙ্গে আমুল স্টার ভয়েজ অব ইন্ডিয়া ২ মৌসুমে হাজির হন। এছাড়াও তিনি ২০০৯ সালের আগস্টে সালমান খান কর্তৃক আমন্ত্রিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ১০ কা দাম এবং সনি টিভিতে সম্প্রচারিত একটি নাচের রিয়েলিটি শো ড্যান্স প্রিমিয়ার লীগ আমন্ত্রণ জানানো হয?। ‘কেদারনাথ’ ছবিতে সারা আলি খান‘রক অন!!’, ‘কাই পো চে’ ও ‘ফিতুর’খ্যাত অভিষেক কাপুরের রোমান্টিক ছবি ‘কেদারনাথ’-এর প্রেক্ষাপট হলো ২০১৩ সালের বন্যার করুণ কাহিনী। ওই প্রাকৃতিক দুর্যোগে উত্তর ভারতে ৫ হাজার ৭০০ জনের প্রাণহানি হয়। ছবিটিতে পর্যটকের ভূমিকায় দেখা যাবে সারাকে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এ প্রজন্মের অভিনেতা সুশান্ত সিং রাজপুত থাকছেন ট্যুর গাইড হিসেবে। প্রবীণ ও অসুস্থদের কেদারনাথ মন্দির ঘুরে দেখান তিনি। উত্তরাখ-ের পর্বতময় শহরে এক মাস শূটিং শেষে মুম্বাইয়ে ফিরেছেন তারা। সুশান্ত সিং রাজপুত, অভিষেক কাপুর ও সারা আলি খান এদিকে সবার নজর এখন সারা আলি খানের দিকে। দারুণ সৌন্দর্য আর তারকা মা-বাবার সন্তান হওয়ার সুবাদে তাকে নিয়ে বলিউডে এত আলোচনা। সেজন্যই ২০১৮ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে ‘কেদারনাথ’ অন্যতম। ‘জড়ুয়া টু’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে বলিউড সিনেমা ‘জড়ুয়া টু’। বলিউড বক্স অফিসে এক নম্বরে অবস্থান করছে সিনেমাটি। চলতি বছরে শাহরুখ খানের (জব হ্যারি মেট সেজাল) ও সালমান খানের (টিউব লাইট) মতো ছবি ফ্লপ হলেও বরুণের ‘জড়ুয়া টু’ হয়ে গেছে সুপারহিট। গত ২৯ সেপ্টেম্বর মুক্তির পর ৭ দিনেই ‘জড়ুয়া টু’ আয় করেছে ১০০ কোটি রুপিও বেশি। শুধু ভারতেই এর আয় হয়েছে ১০২ কোটি ৩৩ লাখ রুপি। ভারতের বাইরে অন্য দেশে ‘জড়ুয়া টুর আয়ের পরিমাণ ২৬ কোটি ৩৩ লাখ রুপি। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সালমান খান, কারিশমা কাপুর ও রম্ভা অভিনীত ১৯৯৭ সালের সাড়াজাগানো এ্যাকশন-কমেডি ‘জড়ুয়া’ এর পুনঃনির্মাণ ‘জড়ুয়া টু’। মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচনায় ছিল এ ছবিটি। প্রথম ছবি ‘জড়ুয়া’র মতো ‘জড়ুয়া টু’ হবে দর্শকপ্রিয়- শুরু থেকেই এ আত্মবিশ্বাস ছিল পরিচালকের। মুক্তির প্রথম দিন ১৬ কোটির ওপর ব্যবসা করে আশা জাগানো এ ছবিটি এবারে চলেছে শতকোটির মাইলফলক স্পর্শ করতে! বলিউড বক্স অফিস বিশেষক তরণ আদর্শের টুইট বলছে, ২৯ সেপ্টেম্বর মুক্তির প্রথম দিনে ১৬ কোটি ৩০ লাখ ব্যবসা করা এ ছবি দ্বিতীয় দিনে আয় করে ২০ কোটি ৫৫ লাখ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনের আয় করেছে- ২২ কোটি ৬০ লাখ, ১৮ কোটি, ৮ কোটি ৫০ হাজার ও ৬ কোটি ৭২ লাখ। ছয় দিনে মোট আয়ের পরিমাণ প্রায় ৯২ কোটি ২০ হাজার। ভারতের বাইরে অন্যান্য দেশে ‘জড়ুয়া টু’র আয়ের পরিমাণ ২৬ কোটি ৩৩ লাখ রুপি। পরিবেশনা সংস্থা ফক্স স্টার স্টুডিওস টুইটারে জানিয়েছে, আট দিনে সবমিলিয়ে ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির ঘরে এসেছে ১৫৭ কোটি ৬৯ লাখ রুপি (ভারতে ১৩১ কোটি ১৯ লাখ রুপি ও অন্য দেশে সাড়ে ২৬ কোটি রুপি)।‘জড়ুয়া টু’ ছবির পোস্টার‘জড়ুয়া টু’ হলো ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের হাসির ছবি ‘জড়ুয়া’র রিমেক। ‘জড়ুয়া টু’তেও দেখা গেছে যমজ ভাই প্রেম ও রাজার মজার মজার কা কারখানা। দুটি ছবিরই পরিচালক বরুণের বাবা ডেভিড ধাওয়ান ও প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা। ‘জড়ুয়া’ সিরিজ ছাড়াও ব্যবসা সফল ‘মুঝসে শাদি কারোগি’তে জোট বেঁধেছিলেন তারা। ফলে সাফল্যের দিক দিয়ে ডেভিড ও সাজিদের হ্যাটট্রিক হলো। ‘জড়ুয়া’য় সালমানের বিপরীতে ছিলেন কারিশমা কাপুর ও দক্ষিণী তারকা রাম্ভা। অ্যাকশন-কমেডি ধাঁচের ছবি ‘জড়ুয়া টু’তে বরুণের বিপরীতে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। চলতি বছর বরুণের ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ও ১০০ কোটি রুপি ছাড়ানো ব্যবসা করেছে। তাই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ছবিপ্রতি ২৫ কোটি রুপি করে নিচ্ছেন তিনি। বলিউডে এখন শীর্ষ সাত নায়কের মধ্যে শাহরুখ খান, আমির খান, সালমান খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার ও অজয় দেবগনের পরেই ধরা হচ্ছে তার নাম। বাংলার প্রেমে বিদ্যা বালান বিদ্যা বালান বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মুখে বাংলার প্রতি ভালবাসা বিশেষ করে কলকাতার স্তুতি শোনা যায় নিয়মিত। ৩৮ বছর বয়সী এই তারকার অভিনয় জীবন শুরু হয়েছে বাংলা ছবি ‘ভালো থেকো’র (২০০৩) মাধ্যমে। বলিউডে তার প্রথম ছবি ‘পরিণীতা’র (২০০৫) শূটিং হয়েছে এই শহরে। বিদ্যার আরেক প্রশংসিত ছবি ‘কাহানি’র (২০১২) কাজও হয় এখানে। এর সুবাদে কলকাতা ও বাংলা ভাষার সঙ্গে তার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। সেটে বাঙালী নির্মাতা থাকলে অন্য ক্রু ছাড়া বাংলা ভাষাতেই কথাবার্তা বলেন বিদ্যা। তিনি এখন বাংলায় কাজকর্ম করতেও আত্মবিশ্বাসী। মুম্বাইয়ে জন্ম আর বেড়ে ওঠা হলেও বাংলা ভাষায় অনর্গল কথা বলতে পারেন বিদ্যা। বাংলাতেই আড্ডা দেয়া তার কাছে উপভোগ্য। নতুন খবর হলো, নিজের বিজ্ঞাপনগুলোর বাংলা সংস্করণের ডাবিং করছেন এখন তিনি নিজেই। কলকাতা, এখানকার মানুষ ও ভাষার সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ত হয়েছেন বিদ্যা।
×