ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বরিস জনসনকে বরখাস্তের ইঙ্গিত মে’র

প্রকাশিত: ০৭:০৬, ১১ অক্টোবর ২০১৭

বরিস জনসনকে বরখাস্তের ইঙ্গিত মে’র

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দৃশ্যত প্রধানমন্ত্রীর অনুগত হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখে কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তেরেসা মে তাকে বরখাস্তের ইঙ্গিত দেন। মে বলেন, তিনি তার মন্ত্রিসভায় নতুন মন্ত্রী নিয়োগ দিতে প্রস্তুত এবং যেসব মন্ত্রী তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তাদেরকে ছেঁটে ফেলতেও প্রস্তুত। ব্রেক্সিট নিয়ে গত মাসে ফ্লোরেন্সে প্রধানন্ত্রী মে’র একটি গুরুত্বপূর্ণ বক্তৃতার পরপরই বরিস জনসন এ প্রক্রিয়া নিয়ে একটি পত্রিকায় তার নিজস্ব অবস্থান তুলে ধরেন। ‘দ্য সানডে টাইমস’ পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে মে এ ইঙ্গিত দেন। মে’র কয়েকজন মিত্র জনসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে টেক্কা দিয়ে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়ায় ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগ করেছে। সূত্র : ইন্টারনেট
×