ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে সাড়ে ৩৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:২০, ১১ অক্টোবর ২০১৭

ব্লক মার্কেটে সাড়ে ৩৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে সাড়ে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এ দিন ডিএসইর ব্লক মার্কেটে ৬টি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর ১ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ১৭২টি শেয়ার ১১ বার হাত বদল হয়। যা বাজার মূল্য দাঁড়ায় ৩৫ কোটি ৪৩ লাখ ৬১ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয় আল আরাফাহ ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ব্যাংকটির ১ কোটি শেয়ার মাত্র ১ বার হাত বদল হয়। ব্লক মার্কেটে ৪ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হলে দ্বিতীয় স্থানে উঠে আসে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির হাত বদল হয় ১০ লাখ ২৭ হাজার ১৭২টি শেয়ার। এছাড়া ব্র্যাকে ব্যাংকের ১ কোট ৯১ লাখ ১০ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ১ লাখ ১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
×