ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন দিনের সফরে ঢাকায় রাশিয়ার প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৮:২০, ৯ অক্টোবর ২০১৭

তিন দিনের সফরে ঢাকায় রাশিয়ার প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার প্রধান বিচারপতি ভাইচেস্লাভ লেবেদভ। রবিবার সকাল ৯টার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। সফরসঙ্গী হিসেবে আরও তিনজন রয়েছেন বলে জানা গেছে। সফরসূচীর অংশ হিসেবে আজ সকালে সুপ্রীমকোর্ট পরিদর্শনে যাবেন। সেখানে সকাল ১১টায় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে সোয়া ১১টার দিকে সুপ্রীমকোর্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এরপর দুপুর ১২টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে সোয়া ১২টায় সুপ্রীমকোর্টের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর একটায় লাঞ্চের পর আড়াইটায় এ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবেন বিচারপতি লেবেদভ। পরে বিকেল সাড়ে তিনটায় ধানম-িতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের প্রধান বিচারপতির সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জানা গেছে, মঙ্গলবার সারাদিন তিনি রাশিয়ান দূতাবাসে অবস্থানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
×