ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:১৬, ৯ অক্টোবর ২০১৭

বিসিএস কর্নার

১। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং দেশের জলসীমায় সমাপ্ত একমাত্র নদী কোনটি (ক) কালনি (খ) সাঙ্গু * (গ) পালং (ঘ) হালদা। ২। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে (ক) হামিদুর রহমান (খ) তানভির কবির (গ) মঈনুল হোসেন* (ঘ) নিতুন কুন্ডু। ৩। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল (ক) ৯টি (খ) ১০টি (গ) ১১টি * (ঘ) ১২টি। ৪। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত (ক) যমুনা (খ) হাড়িয়াভাঙ্গা * (গ) মেঘনা (ঘ) আড়িয়াল খাঁ। ৫। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস কোনটি (ক) পাট রপ্তানি (খ) চা রপ্তানি (গ) প্রবাসীদের প্রেরিত অর্থ (ঘ) তৈরি পোশাক রপ্তানি। * ৬। ‘অগ্নিশ্বর’ ‘বীটজবা’ কোন জাতীয় ফলের নাম (ক) কলা * (খ) পেয়ারা (গ) আম (ঘ) জামরুল। ৭। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম- (ক) কম্পিউটার ডটকম (খ) আইটি কম * (গ) সিল ডটকম (ঘ) আইটি ডটকম। ৮। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮৬৪ সালে * (খ) ১৯০৫ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৫০ সালে। ৯। বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন কোন মোঘল সম্রাট (ক) বাবর (খ) হুমায়ূন * (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর। ১০। সর্বকনিষ্ঠ বীরপ্রতীক খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি (ক) শহীদুল ইসলাম * (খ) রফিকুল ইসলাম (গ) ফারুক হোসেন (ঘ) আব্দুল জলিল। ১১। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে (ক) ১৯৫৬ সাল * (খ) ১৯৫৫ সাল (গ) ১৯৫৪ সাল (ঘ) ১৯৫৩ সাল। ১২। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী (ক) ফ্লোরিডা প্রণালী (খ) পক প্রণালী (গ) বেরিং প্রণালী * (ঘ) জিব্রাল্টার প্রণালী । ১৩। জাতিসংঘ দিবস পালিত হয় কবে (ক) ২৪ অক্টোবর * (খ) ২৪ আগষ্ট (গ) ২৪ সেপ্টেম্বর (ঘ) ২৪ ডিসেম্বর। ১৪। এডেন কোন দেশের সমুদ্র বন্দর (ক) ইয়েমেন * (খ) কাতার (গ) ওমান (ঘ) ইরাম। ১৫। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম লেখা থাকে না (ক) যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন * (গ) ব্রাজিল (ঘ) ইটালি। ১৬। কোন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী নেই (ক) অ্যান্ডোরা (খ) ট্যুভালু (গ) মালদ্বীপ * (ঘ) লাওস। ১৭। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি (ক) থাইল্যান্ড * (খ) মায়ানমার (গ) ইন্দোনেশিয়া (ঘ) মালয়েশিয়া। বিঃদ্রঃ সঠিক উত্তর নীচে * দাগ দ্বারা চিহ্নিত।
×