ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উদীচীর ৩ কবি স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৫:২১, ৯ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় উদীচীর ৩ কবি স্মরণানুষ্ঠান

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণানুষ্ঠান’ উপলক্ষে আলোচনা, গান ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। উদীচীর স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভূঁইয়া। উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন উদীচীর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক বিধান মিত্র, সাংবাদিক শ্যামলেন্দু পাল ও অধ্যাপক হারাধন সাহা। আলোচনা শেষে একক গান পরিবেশন করেন অসিত ঘোষ, নারায়ণ কর্মকার, পিয়া বৈশ্য, তন্দ্রা রায় ও অরিজিৎ মজুমদার অনিম। এছাড়াও উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল।
×