ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত হতে পারে

প্রকাশিত: ০৫:০৪, ৯ অক্টোবর ২০১৭

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত হতে পারে

কাতালানরা স্বাধীনতা ঘোষণা করলেও তা কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়। স্প্যানিশ সংবাদপত্র এল পাইজকে দেয়া সাক্ষাতকারে রাখয় সঙ্কট সমাধানে অন্য কারো মধ্যস্থতার বিষয়টিও প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে বিবিসি। পাশাপাশি স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সমৃদ্ধশালী অঞ্চলটির স্বায়ত্তশাসন স্থগিতের সম্ভাবনাও একেবারে বাতিল করেননি বলে সতর্ক করেন তিনি। এর আগে শনিবার অখণ্ড স্পেনের সমর্থকরা দেশজুড়ে সমাবেশ করে। সমাবেশে তারা কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গত রবিবার অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের প্রতিবাদ জানায়। গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, এতে ৪৩ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন এবং ২৩ লাখ ভোটদাতার মধ্যে ৯০ শতাংশই কাতালোনিয়াকে স্পেন থেকে বিচ্ছিন্ন স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন। এদিন ওই গণভোট ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করেছিল মাদ্রিদ সরকার। সিভিল পুলিশ সেদিন অসংখ্য ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচনী সামগ্রী জব্দ করে। ভোট দিতে চাওয়া জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষে নয় শ’র বেশি বেসামরিক লোক আহত হয়েছিল বলেও দাবি তাদের। সংঘর্ষের কথা স্বীকার করে নিয়ে মাদ্রিদ সরকার জানায়, ভোট ঠেকাতে গিয়ে পুলিশের ৩৩ কর্মকর্তা আঘাত পান। ভোটের ফল নিয়ে আলোচনা করতে সোমবার থেকে পার্লামেন্টের নতুন অধিবেশন ডেকেছে কাতালান আঞ্চলিক সরকার। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের পার্লামেন্টে ভাষণ দেয়ার কথা রয়েছে। গণভোটে ¯েপন থেকে বিচ্ছিন্ন হওয়ার রায় পাওয়ায় কাতালান পার্লামেন্ট এই অধিবেশন থেকেই স্বাধীনতার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। ¯েপনের সাংবিধানিক আদালত এই অধিবেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এ নিয়ে এল পাইজ সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে রাখয় বলেন, স্বাধীনতার যে কোন ধরনের ঘোষণায় যেন কিছুই না হয় স্পেনের সরকার তা নিশ্চিত করবে। কাতালোনিয়ার গণভোটের প্রতিক্রিয়ায় তিনি ¯েপনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আইনের মধ্যে আছে এমন কোন কিছুর সম্ভাবনাই বাদ দিচ্ছি না আমি। ¯প্যানিশ সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় পার্লামেন্ট রাষ্ট্রের যেকোন অঞ্চলের স্বায়ত্তশাসন বজায় রাখার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। রাজয় জানান, গণভোটের আগে কাতালোনিয়ায় মোতায়েন করা পুলিশকে সঙ্কট সমাধানের আগ পর্যন্ত সেখানে রাখার পরিকল্পনা আছে। রাজনৈতিক সঙ্কট নিরসনে আগাম জাতীয় নির্বাচন ডাকার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। শনিবার স্পেনের অখণ্ডতার পক্ষে মাদ্রিদে বিশাল সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনাসহ দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। গণভোটের পর থেকে রাজনৈতিক অনিশ্চয়তায় কাতালোনিয়া থেকে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান পাততাড়ি গুটাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। গুরুত্বপূর্ণ বহু প্রতিষ্ঠান তাদের সদর দফতর ও নিবন্ধিত কার্যালয় বার্সেলোনা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
×