ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরিশোধিত তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড

প্রকাশিত: ০৩:৩৫, ৮ অক্টোবর ২০১৭

অপরিশোধিত তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড

অপরিশোধিত তেল রফতানিতে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে ৫ লাখ ব্যারেল বেশি তেল রফতানি করে দেশটি। দৈনিক ১৫ লাখ ব্যারেল তেল রফতানির মাধ্যমে গত মঙ্গলবার প্রায় ২০ লাখ ব্যারেল তেল রফতানি করে যুক্তরাষ্ট্র। উল্টো প্রতি ব্যারেল ৫৫ ডলারে বিক্রি হওয়া অপরিশোধিত তেল বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ দশমিক ৮১ ডলারে। দাম বাড়ার জন্য সৌদি আরব ও রাশিয়ার ব্যবসা নীতিকে দুষছেন বাজার বিশ্লেষকরা। তেল উৎপাদন সীমিত রাখার সময় আরও বাড়িয়েছে দেশ দুটি। বাজার উর্ধমুখী রাখতে ভূমিকা রেখেছে লিবিয়াও। অর্থনৈতিক রিপোর্টার ঢাকাসহ ২৬ জেলায় ‘আরএফএল বেস্ট বাই’ গৃহস্থালী প্লাস্টিক পণ্যের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ ‘আরএফএল বেস্ট বাই’ এর ১৭২টি শোরুম এখন ঢাকাসহ দেশের ২৬টি জেলায় চালু রয়েছে। আগামী বছর নাগাদ শোরুমের সংখ্যা তিনশ’ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চেইনশপটির চীফ ইনচার্জ রাহাত জাহান শামীম। বিজ্ঞপ্তি
×