ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্মাদের মতো আচরণ করছে উদ্বিগ্ন বিএনপি ॥ হানিফ

প্রকাশিত: ০৫:১৩, ৭ অক্টোবর ২০১৭

উন্মাদের মতো আচরণ করছে উদ্বিগ্ন বিএনপি ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তাদের আচরণেই স্পষ্ট প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির কোন গভীর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ কারণে এখন উদ্বিগ্ন হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধনার প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হানিফ বলেন, প্রধান বিচারপতি একজন মানুষ। তাই তিনি অসুস্থ হতেই পারেন। এ নিয়ে বিএনপি এত বিচলিত কেন? তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধনা কোন রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যা সফলভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশের সার্বিক উন্নয়নের রূপকার হিসেবেই এ সংবর্ধনা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এ গণসংবর্ধনা আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি মানুষের আস্থা ও ভালবাসার প্রতীক। আশি শতাংশেরও বেশি মানুষের আস্থা এখন প্রধানমন্ত্রীর প্রতি। তাই যে কোন নির্বাচনেই বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। বিএনপির মতো ষড়যন্ত্রকারীদের পক্ষে জনগণ থাকবে না। তিনি বলেন, যানজট রোধে দলীয় নেতাকর্মীদের সকাল সাড়ে ৮টার মধ্যে ফুটপাতে অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা-তারেকের স্বপ্ন বাস্তবায়িত হবে না- নানক ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সম্প্রতি বাংলাদেশে এত বড় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এত বড় দুর্যোগের পরও মিয়ানমারের জাতিগত সহিংসতায় আক্রান্ত রোহিঙ্গাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে তারেক রহমান লন্ডনে মা খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র করছে যেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি। বাংলাদেশের মাটিতে তাদের পরিকল্পনা কখনই বাস্তবায়িত হবে না। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউিনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ। যুবলীগ দক্ষিণকে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলার স্বীকৃতি ॥ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলার স্বীকৃতি পেল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। আর শ্রেষ্ঠ জেলা সংগঠকের উপাধি পেয়েছেন দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বৃহস্পতিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণের বর্ধিত সভায় এই ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যতগুলো সাংগঠনিক জেলা ইউনিট রয়েছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিট হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ। আজ আমি ঢাকা মহানগর দক্ষিণকে অফিসিয়াল শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ঘোষণা করছি। এর মাধ্যমে যুবলীগের শ্রেষ্ঠ জেলা সংগঠক হিসেবে উপাধি পেলেন যুবলীগের দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এর আগে সম্রাটকে যুবলীগের আইকন হিসেবে ঘোষণা করা হয়েছিল।
×