ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ল্যাব-১

প্রকাশিত: ০৪:০২, ৭ অক্টোবর ২০১৭

বগুড়ায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ল্যাব-১

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত দুই দিনব্যাপী ল্যাব-১ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে শুক্রবার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার শেষ হবে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকা- স্বচ্ছ ও গতিশীল করা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শুদ্ধ আচরণ সৃষ্টি এবং তা কর্মক্ষেত্রে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ ল্যাবের আয়োজন করা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নাওয়াজ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. ফারজানা ইসলাম, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ মহিউদ্দীন খান, অতিরিক্ত সচিব (উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং অরুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি
×